নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিরোনামহীন

রনী মুরাদ

একজন লঘু কবি

রনী মুরাদ › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রাণ- সাকিব আল হাসান

০৫ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৫৭

খবর ১: টেস্ট ও ওয়ানডে থেকে অবসর নেয়ার হুমকি দিয়েছেন সাকিব আল হাসান!

ক্যারিবিয়ান ক্রিকেট লিগে খেলার অনুমতি না দিলে সাকিব অবসর নেবেন বলে হমকি দিয়েছেন!!

খবর ২: ব্রাজিল- কলম্বিয়া ম্যাচ শেষে মাঠের মধ্যে দাঁড়িয়ে কাঁদছে ২২ বছরের একটা ছেলে; যে হয়তো এ বছর গোল্ডেন বুট পাবে তবুও তার কাছে ব্যক্তিগত অর্জনের চেয়ে দেশকে সেমি- ফাইনালে না নেয়ার কষ্ট বেশি ছিল!!

**** মন্তব্য বা প্রতিক্রিয়া জানানোর ভাষা জানা নেই! তবে বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান- আমাদের ভালোবাসার ভালোই প্রতিদান দিলেন!!

পাদটীকা: ভাই বাদ দেন তো আজাইরা প্যাঁচাল, সাকিব- আল- হাসান আর হামেস রড্রিগেজ এক না! দেশের জন্য খেলা আর সেই খেলায় জিততে পারার আনন্দ বা হেরে যাবার কষ্টে কান্নার রঙ সাকিবের না জানলেও চলবে!

তাই বিসিবির কাছে আমার নিবেদন- সাকিব আল হাসান কে দেশের পক্ষে খেলার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হোক!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২০

আসাদ খাঁন বলেছেন: উনি আত্নগৌরবে প্রচণ্ড ভাবে আক্রান্ত হয়েছেন।উনাকে নির্বাসনে পাঠানো উচিত এইটা থেকে ওভারকাম করার জন্যে

২| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৪

শেখ মফিজ বলেছেন: টাকার পেছনে কে না দৈাড়ায়?
আমাদের বুয়েট চুয়েট বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে ছেলেরা বিদেশে চাকরী করছে না ?
আপনি বা আমি সেরকম চান্স পেলে যাবো না ?
দেশের সেবা করার জন্য রাজনীতিকরা এত ব্যস্ত হচ্ছে কেন ?
কেন সাংসদ হবার জন্য জীবণ মরন চেষ্টা ?
কেন ক্ষমতায় থাকা আর দখলের জন্য মরিয়া ?
সবকি দেশের জন্য ?

৩| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৮

শেরশাহ০০৭ বলেছেন: ভাই দেশ টার নাম বাংলাদেশ ...... একজন বাংলাদেশি র কাছে এর চেয়ে বেশি কিছু আশা না করাই ভাল X( X(

৪| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:২৮

তানভীর স্বপ্নীল বলেছেন: সাকিব আল হাসান কে দেশের পক্ষে খেলার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হোক!

৫| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

কারাবন্দী বলেছেন: সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি সাকিব যা করেছে তা ভাল করেছে। সবাই জানে গত ১/২ মাস আগে থেকেই জানে সাকিব সিপিএল খেলতে যাবে। আমারদেেশর একটা ছেলে বাইরে খেলবে এতে উতসাহ দেয়া উচিত অথচ বিসিবি কি করছে? আসল সমস্যা হলো মোস্তফা কামাল। উনি এখন আইসিসির প্রেসিডেন্ট, সাকিব হয়তো উনার কাছে জানাই নাই এই টা উনার ইগোতে লাগছে আর পাপন হলো মোস্তফা কামালের পা চাটা কুত্তা মনিবের মান রাখতেই সাকিবরে বলির পাঠা বানাচ্ছে। যারা দেশ প্রেম দেশ প্রেম করে চিল্লাচ্ছেন তারা দেশের জন্য কি করেছেন? নিজের কাছে প্রশ্ন করুন তারপর অন্যকে নিয়ে টানাটানি করুন।

৬| ০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

ঢাকাবাসী বলেছেন: সাকিবের আয়ের বহর দেখে হিংসায় ..জমুলের ..চ্চি মাথায়! তো তাকে আটকানোর যত অস্ত্র আছে লাগাও সব। ব্যাটা এত মাল কামাবি আর আমাতে কিচ ুদিবিনা?

৭| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৪

বোধহীন স্বপ্ন বলেছেন: বিয়া করছে, বউরে খাওয়াইতে একটু বাড়তি টাকা লাগতেই পারে। আর সিপিএলে খেললে জাতীয় টিমে কেন খেলতে পারব না? দুই খেলা তো আর একসাথে হইতেছে না। তয় সাকিব পোলাটা শুরু থেইকাই একটু বেশি বেয়াদব রকমের।

৮| ০৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:২৪

রাজিব বলেছেন: এখন বর্ষা কাল বাংলাদেশে, জাতীয় দলের কি কোন খেলা রয়েছে দেশে বা বিদেশে? ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে সাকিব খেললে কি সমস্যা? আর বাংলাদেশের পরবর্তী সফর তো ওয়েস্ট ইন্ডিজে। তাই সাকিব ১-২ মাস আগে থেকে সেখানে খেলতে পারলে তো জাতীয় দলের জন্যই ভাল। জাতীয় দলের প্রতি সাকিবের কমিটমেন্ট সব সময় ১০০% ছিল বলেই তার এত ভক্ত।
বিদেশি লীগে আমাদের কেউ খেলতে পারলে তা আমাদের ক্রিকেটের জন্য গর্বের বিষয়। আগে বা এখনো আমাদের ক্রিকেট লীগে পাকিস্তান, ভারত ও শ্রীলংকার একগাদা খেলোয়াড় খেলতে আসে। আর এখন সাকিব আজ আইপিএল খেলছে ও কাল অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ কি পরশু সিপিএল। এখানে সমস্যা তো করছে বোর্ড, সাকিব নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.