![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
আমার কথা আমার স্মৃতি
পড়ে রবে এইখানে
আমি আছি হয়তো বা থাকবো না
কী হয়েছে থাকবো আমি ওইখানে,
রাখবে আমায়? কী বলো-
আসবো যাবো সবক্ষনে।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই বাঁধনহারা
©somewhere in net ltd.
১|
০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৮
আমি বাঁধনহারা বলেছেন:
হারিয়ে যাক সব দুঃখের স্মৃতি
নতুন স্বপ্ন দেখে কাটুক রাতি।
হারিয়ে যাবে সব দুঃখ-বেদনা
নীরবে করুন সুন্দরের বন্দনা।
সর্বদা করি আমি এ দো'য়া
আপনার জীবনে আসুক
অনাবিল সুখের ছায়া।
ভালো থাকবেন
মনে রাখবেন!!!