নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

সামু কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ; প্রসংঙ্গ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৪৩

আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৪ তম জন্মজয়ন্তী। বাংলা সাহিত্যের প্রতিটি শাখায় শাখায় যার বিচরণ ছিলো অনবদ্ধভাবে। প্রেমের কবি, গরিব দুখিদের কবি, সাম্যের কবি, যৌবনের গানের কবি তিনি হলেন আমাদের অবহেলিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। যে কটি বাংলা ব্লগ রয়েছে তার মধ্যো সামু ব্লগকে একটু অন্যরকম করে ভাবা হয়। কারন, সামু ব্লগ মানেই দুর্যোগ, সাহসিকতা, অন্যায়ের বিপরীতে কথা বলা, স্বাধীনতা সার্বভৌমত্বের পাশে থাকা, অবহেলিত মুক্তি সেনাদের সাহসীকতার গল্প বলা, জাতীয় স্বার্থে কথা বলা, কিন্তু আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুলের জন্য সামু ব্লগে কিছু লেখা হয়নি। যিনি বাংলা সাহিত্যের প্রদীপ হাতে নিয়ে আমাদেরকে সাম্যের গান শেখালো, মানুষ আর মানবতার কথা বলে গেলো সেই মহান কবির জন্মদিনে সামু্ব্লগ কি দু-লাইনে একটু খানি শুভেচ্ছা বাণী লিখতে পারতো না?

মন্তব্য ২০ টি রেটিং +৩/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১২:৫৯

মুর্তজা হাসান খালিদ বলেছেন: বিস্মৃত হয়ে যাবো আমরা, আমাদের ভবিষ্যত জানবেনা নজরুলে অমর সৃষ্টি ! আফসোস, নজরুল প্রেমিরা এতোই দুর্বল যে, একটা পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল করতে পারলাম না :( নেটিজেনরা খুঁজে পায়না ভার্চুয়াল জগতে নজরুলের অমর কৃর্তি

২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৪৬

বংশী নদীর পাড়ে বলেছেন: সত্যিই এটা আমাদের জন্য লজ্জাকর।

২| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:১৯

গোবর গণেশ বলেছেন:
যেদিন আমি চলে যাব, সেদিন হয়তবা বড় বড় সভা হবে। কত প্রশংসা, কত কবিতা বেরুবে হয়ত আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধদিনে বন্ধু তুমি যেন যেওনা, যদি পার চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশে পাশে যদি একটি ছড়া, পায়ে পেশা ফূল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি।

২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৫০

বংশী নদীর পাড়ে বলেছেন: নজরুলের কাছ থেকেই শেখা----

আমার কথা আমার স্মৃতি
পড়ে রবে এইখানে
আমি আছি হয়তো বা থাকবো না
কী হয়েছে থাকবো আমি ওইখানে,
রাখবে আমায়? কী বলো-
আসবো যাবো সবক্ষনে।

৩| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৩১

jotil_pola_jamalpur বলেছেন: যেদিন আমি চলে যাব, সেদিন হয়তবা বড় বড় সভা হবে। কত প্রশংসা, কত কবিতা বেরুবে হয়ত আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পর মেরে, বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধদিনে বন্ধু তুমি যেন যেওনা, যদি পার চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোন একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশে পাশে যদি একটি ছড়া, পায়ে পেশা ফূল পাও সেইটিকে বুকে চেপে বলো বন্ধু আমি তোমায় পেয়েছি। (Y)
সহমত

২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৫২

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই জটিল। কবি আমাদের প্রাণের কবি। তাই কবি বন্ধুর জন্মদিনে তাকে জানাই হাজার সালাম, শুভ কামনা, শুভ জন্মদিন।

৪| ২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৩৬

ওঁ বলেছেন: সহমত


সামুর এ সবে বিন্দুমাত্র আগ্রহ নেই

২৫ শে মে, ২০১৩ দুপুর ১:৫৫

বংশী নদীর পাড়ে বলেছেন: না, সামুকেই তো এগিয়ে আসতে হবে। কারন, সামুকে পাই আমরা সার্বজনীন ভাবে। সামুর এই শিক্ষা যিনি দিয়েছেন তিনিই তো আমাদের সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। সুতরাং সামুকে তার জন্মজয়ন্তীতে স্মরণ করা একান্ত দায়িত্ব।

৫| ২৫ শে মে, ২০১৩ দুপুর ২:২৪

আরজু পনি বলেছেন:

আপনি কি নোটিশ বোর্ড থেকে পোস্ট আশা করছেন? তাই যদি হয়, তবে আমার বলার কিছু নেই। সেটা কর্তৃপক্ষের বিষয়। তবে ব্লগার হিসেবে প্রিয় নজরুলকে নিয়ে পোস্ট লেখার দায়িত্ব কিন্তু আমাদেরই।

আমি ১১ জৈষ্ঠ্য হিসেবে গতকাল একটা পোস্ট দিয়েছিলাম দেখতে পারেন।♣কবি, ক্ষমা করো আমাদের, জীবনে তোমার যথার্থ সম্মান দিতে পারিনি। মরণে জানাই শ্রদ্ধা। শুভ জন্মদিন বিদ্রোহী♣

২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:১১

বংশী নদীর পাড়ে বলেছেন: হা ভাই আমি ভাবছিলাম সামু ব্লগ কতৃপক্ষ ব্যানার চেঞ্জ না করুক অন্তত পক্ষে সামুর কোনো না কোনো এক কোণে কবির জন্মজয়ন্তীর শুভেচ্ছা জানানো উচিত ছিলো। আপনাকে ধন্যবাদ।

৬| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৩০

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামতো ব্লগার থাবা বাবা,আসিফ মহিউদ্দীনেরমত বিখ্যাত কেউ নন-যে তাঁকে নিয়ে সামু মাথা ঘামাবে!

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

বংশী নদীর পাড়ে বলেছেন: অত্যন্ত দুখের বিষয়।

৭| ২৫ শে মে, ২০১৩ বিকাল ৪:০৬

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামতো ব্লগার থাবা বাবা,আসিফ মহিউদ্দীনেরমত বিখ্যাত কেউ নন-যে তাঁকে নিয়ে সামু মাথা ঘামাবে!


ঠিক বলেছেন,

সামুর মডুরা এখন সুখ নিদ্রায় আছেন, নো ডিসটার্ব বলদগুলারে

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

বংশী নদীর পাড়ে বলেছেন: এই ঘুম ভাঙ্গা উচিত।

৮| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সৈয়দ নূর কামাল বলেছেন: বাংলাদেশে একশ্রেণীর বিজ্ঞ আছে যাদের চোখে নজরুল কবি হতে পারেননি বরং বড় জোর একজন পদ্যকার। সুতরাং তাদের কাছ থেকে জাতীয় কবির জন্য সম্মান আদায় করা কঠিন হবে বৈকি!

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

বংশী নদীর পাড়ে বলেছেন: কবি নিজেই বলেছিলেন--

"বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম..."
- কাজী নজরুল ইসলাম-

৯| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৬:২১

রাসেল মেটামোরফোজ বলেছেন: জুল ভার্ন বলেছেন: বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামতো ব্লগার থাবা বাবা,আসিফ মহিউদ্দীনেরমত বিখ্যাত কেউ নন-যে তাঁকে নিয়ে সামু মাথা ঘামাবে!

২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

বংশী নদীর পাড়ে বলেছেন: কবি রবে আমাদের মনের আকাশে---

পথহারা পাখি কেঁদে ফিরি একা
আমার জীবনে শুধু আঁধারের লেখা

বাহিরে অন্তরে ঝড় উঠিয়াছে
আশ্রয় যাচি হায় কাহার কাছে!

বুঝি দুখ নিশি মোর
হবে না হবে না ভোর
ফুটিবে না আশার আলোক রেখা।।

১০| ২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: লেখক বলেছেন: না, সামুকেই তো এগিয়ে আসতে হবে। কারন, সামুকে পাই আমরা সার্বজনীন ভাবে। সামুর এই শিক্ষা যিনি দিয়েছেন তিনিই তো আমাদের সাম্যবাদী কবি কাজী নজরুল ইসলাম। সুতরাং সামুকে তার জন্মজয়ন্তীতে স্মরণ করা একান্ত দায়িত্ব।

+++++++++++++

এইভাবে হবে না। আধমরাদের ঘা মেরে তুই বাঁচার মতো দু,চার ঘা না পরলে বুঝি বাঙালি জাগে না......

ওরে ভোলা.. গদা টা নিয়ে আয়তো!!!!!!!!!!!!!!!!!!!!!

২৫ শে মে, ২০১৩ রাত ৮:২২

বংশী নদীর পাড়ে বলেছেন: কবি নিজেই বলেছিলেন--

"বিশ্বাস করুন আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি- আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম- সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম..."
- কাজী নজরুল ইসলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.