![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
হে প্রিয় কবি আজ তোমার জন্মজয়ন্তীতে আমার সামান্য উপহার। স্ব কণ্ঠে আবৃত্তি করার চেষ্টা ছিলো তোমার "বিদ্রোহী "।
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১
বংশী নদীর পাড়ে বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে সাথে আমিও তাই বলতে চাই।
২| ২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪০
অপ্সরা বলেছেন: +++
২৮ শে মে, ২০১৩ রাত ১:০৬
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতীয় ভাবে নজরুল স্মরনে হীনমন্যতা জাতীয় হীনমন্যতারই পরিচায়ক।
জাতির হদকম্পনে নজরুল প্রেম থাকার পরও রাষ্ট্রীয় উদাসীনতা বিস্ময়কর!!!
তবে এই অবহেলায় নজরুল ছোট হবেন না কখনো। যারা ক্ষমতায় বসে এসব করছে-তারাই বরং কালের হিসেবে ক্ষুদ্রাতিক্ষুদ্র হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
নজরুল স্ব-মহিমায় ভাস্বর!!!
মহান সেই আত্মার প্রশান্তি কামনা করছি।