| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বংশী নদীর পাড়ে
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
![]()
হে প্রিয় কবি আজ তোমার জন্মজয়ন্তীতে আমার সামান্য উপহার। স্ব কণ্ঠে আবৃত্তি করার চেষ্টা ছিলো তোমার "বিদ্রোহী "।
২৫ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২১
বংশী নদীর পাড়ে বলেছেন: অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে সাথে আমিও তাই বলতে চাই।
২|
২৮ শে মে, ২০১৩ রাত ১২:৪০
অপ্সরা বলেছেন: +++
২৮ শে মে, ২০১৩ রাত ১:০৬
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ বিকাল ৩:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: জাতীয় ভাবে নজরুল স্মরনে হীনমন্যতা জাতীয় হীনমন্যতারই পরিচায়ক।
জাতির হদকম্পনে নজরুল প্রেম থাকার পরও রাষ্ট্রীয় উদাসীনতা বিস্ময়কর!!!
তবে এই অবহেলায় নজরুল ছোট হবেন না কখনো। যারা ক্ষমতায় বসে এসব করছে-তারাই বরং কালের হিসেবে ক্ষুদ্রাতিক্ষুদ্র হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
নজরুল স্ব-মহিমায় ভাস্বর!!!
মহান সেই আত্মার প্রশান্তি কামনা করছি।