নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

ষড় রিপু-

১৯ শে জুন, ২০১৩ রাত ৯:১২

প্রতিটি মানুষের পিছে ছয়টি শত্রু রয়েছে যাকে বলা হয় ষড় রিপু-



১. কাম - যৌন সঙ্গকামনা, রিরংসা, যৌনক্ষুধা। (Sex urge)



২. ক্রোধ - রাগ, উত্তেজনার বশীভূত হওয়া। (Anger)



৩. লোভ - লালসা । (Cupidity)



৪. মোহ - মায়া, বিভ্রম । (Illusion)



৫. মদ - অহংকার, গর্ব, আত্মগৌরব। (Arrogance)



৬. মাৎসর্য - পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে না পারা। (Envy)

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুন, ২০১৩ রাত ৯:২৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: ছয়টি রিপুর কুমন্ত্রনায়
মত্ত রইলাম ভবের মায়ায়
করলাম নাতো লাভের কারবার..
আইলে ভবে যাইতে হবে
ভাবলাম না একবার....

চোখ বুঝিলে দুনিয়া আন্ধার!!!!!

বাংলা ছবির গানটাই মরে পড়ল ;)

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৪

বংশী নদীর পাড়ে বলেছেন: এদেরকে দমন করা বড় কঠিন কাজ। এই কাজটি করেত পারলেই তো জীবন স্বার্থক হতো।

২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১০:১৩

খাটাস বলেছেন: ভাল পোষ্ট। একটা প্লাস।

১৯ শে জুন, ২০১৩ রাত ১১:৩৫

বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.