| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
বংশী নদীর পাড়ে
	আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
প্রতিটি মানুষের পিছে  ছয়টি শত্রু রয়েছে যাকে বলা হয় ষড় রিপু-
১. কাম - যৌন সঙ্গকামনা, রিরংসা, যৌনক্ষুধা। (Sex urge)
২. ক্রোধ - রাগ, উত্তেজনার বশীভূত হওয়া। (Anger)
৩. লোভ - লালসা । (Cupidity)
৪. মোহ - মায়া, বিভ্রম । (Illusion)
৫. মদ - অহংকার, গর্ব, আত্মগৌরব। (Arrogance)
৬. মাৎসর্য - পরশ্রীকাতরতা, অন্যের ভালো দেখতে না পারা। (Envy)
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:৩৪
বংশী নদীর পাড়ে বলেছেন: এদেরকে দমন করা বড় কঠিন কাজ। এই কাজটি করেত পারলেই তো জীবন স্বার্থক হতো।
২| 
১৯ শে জুন, ২০১৩  রাত ১০:১৩
খাটাস বলেছেন: ভাল পোষ্ট। একটা প্লাস।
 
১৯ শে জুন, ২০১৩  রাত ১১:৩৫
বংশী নদীর পাড়ে বলেছেন: ধন্যবাদ ভাই।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৩  রাত ৯:২৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: ছয়টি রিপুর কুমন্ত্রনায়

মত্ত রইলাম ভবের মায়ায়
করলাম নাতো লাভের কারবার..
আইলে ভবে যাইতে হবে
ভাবলাম না একবার....
চোখ বুঝিলে দুনিয়া আন্ধার!!!!!
বাংলা ছবির গানটাই মরে পড়ল