নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

সাভার বংশী নদীতে নৌকা ডুবে এক ব্যক্তির মৃত্যু

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৫

সাভার বংশী নদীতে নৌকা ডুবে তোরাব আলী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটে। তার বাড়ি রূপনগর। গত মঙ্গলবার রাত প্রায় ৯ টার দিকে রূপনগর-সাভার নামাবাজার খেয়া ঘাটের সেলু নৌকা পারাপারের সময় একটি বালুর ট্রলারের সাথে সংঘর্ষ লেগে ২০/২৫ জন লোক এবং মালামাল নিয়ে সেলু নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়া লোকদের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করেন। তাদের মধ্যে ৪/৫ জনলোকের অবস্থা গুরুতর হয়ে পড়ে এবং সাভারের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে সেলু চালক আব্দুল লতিফ মিয়াও ছিলেন। আহত অবস্থায় সবাইকে উদ্ধার করতে পারলেও তোরাব আলী নামে এক ব্যক্তি নিখুঁজ রয়ে যায়। দুদিন যাবত অনেক খুজাখুজির পরও সন্ধান পাওয়া যায়না তোরাব আলী নামের ওই ব্যক্তিকে। জানা যায়, ডুবে যাওয়া নৌকায় অধিকাংশরাই ছিলেন গার্মেন্টস শ্রমিক। সেদিন তারা আসন্ন ঈদের বোনাস-বেতন নিয়ে বাড়িতে ফিরতে ছিলেন। অনেকে ফিরছিলেন ঈদের বাজার করে। তাদের টাকা-পয়সা এবং সংগে থাকা সবই বংশী নদীর পানিতে হারিয়ে যায়। অনেকে আহত অবস্থায় ফিরলেও তাদেরকে ফিরতে হয় নিঃস্ব হয়ে। ওই ঘটনার ২ দিন পর আজ সকালে সাভার ধল্লাঘাটের কাছাকাছি বংশী নদীতে সাভার-ফোর্ডনগর নির্মানাধীন সেতুর কাছে ভেসে ওঠে তোরাব আলীর লাশ। স্থানীয়রা তোরাব আলীর লাশ সনাক্ত করে সাভার থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২২

প্রামানিক বলেছেন: দুঃখ জনক ঘটনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৯

বংশী নদীর পাড়ে বলেছেন: হ্যাঁ ভাই সত্যিই দুঃখজনক ব্যাপার।

২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:২৮

কাবিল বলেছেন: মর্মান্তিক ঘটনা। তোরাব আলীর আত্মার মাগফিরাত কামনা করি।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০

বংশী নদীর পাড়ে বলেছেন: লোকটাকে আমি ব্যক্তিগত ভাবে চিনতাম। সত্যিই মর্মান্তিক ঘটনা।

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

সুমন কর বলেছেন: দুঃখ জনকঘটনা।

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯

বংশী নদীর পাড়ে বলেছেন: জ্বি ভাই খুব মর্মান্তিক ঘটনা।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

সেয়ানা ০১ বলেছেন: না !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.