![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।
আজ মানবতার সর্বোচ্চ বিপর্যয় ঘটেছে প্রতিবেশী রাষ্ট্র মায়ানমারের আরাকান রাজ্যে। ওখানে রোহিঙ্গা মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। রোহিঙ্গা আজ একখণ্ড কারবালার প্রান্তর। নির্বিচারে নিধন করা হচ্ছে শিশু, নারী-পুরুষসহ সব বয়সী মুসলমানদেরকে।হত্যাযজ্ঞ চালাচ্ছে বর্বরভাবে যা দেখলে পশুরাও হার মানবে। শিশু-যুবক ও নারীদেরকে উলঙ্গ করে পাষবিক কায়দায় মারা হচ্ছে। নারীদেরকে ধর্ষণ করার পর পুড়িয়ে হত্যা করা হচ্ছে। জীবন্ত মানুষকে উলঙ্গ করে রশি দিয়ে বেঁধে টেনে হেচড়িয়ে রাস্তায় রাস্তায় ঘুরাচ্ছে এবং এই নির্মম দৃশ্যকে উল্লাস করে ভিডিও করা হচ্ছে।আজ রোহিঙ্গা মুসলিমদের নির্যাতনের নির্মম নৃশংসতা দেখার কেউ নেই।ছোট ছোট শিশুদেরকেউ তারা বাদ দিচ্ছে না।শিকল দিয়ে বেধে নিষ্ঠুরভাবে পিটিয়ে মারা হচ্ছে তাদেকে। পাশবিক এই অত্যাচার কোনো মানুষের হতে পারেনা। আজ মায়ানমারে বিপর্যয় ঘটেছে মানবতার। ওদের অপরাধ ওরা মুসলমান। অবুঝ শিশুরা কি বুঝে! তাদেরও পাষণ্ডরা বাদ দিচ্ছেনা। নিরিহ মুসলমানদেরকে স্বসস্ত্র বাহিনী দিয়ে হত্যাযজ্ঞ চালাচ্ছে সে দেশের সরকার।লাশের গন্ধে আজ রোহিঙ্গার আকাশ বাতাস ভারি হয়ে গেছে।হে মালিক! হে মাওলা! হে করুনাময়! তুমি রোহিঙ্গাদের পাশে দাঁড়াও, ওদের যে আর কোনো গতি নেই!
অসহায়ের সহায় তুমি
তুমি ছাড়া কে গো স্বামী
রক্ষা করো রোহিঙ্গা ভূমি…
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩২
বংশী নদীর পাড়ে বলেছেন:
জাগো জনতা জাগো
হিন্দু-খৃষ্টান-বৌদ্ধ-মুসলিম জাগো মানবতা জাগো!
বর্বরতার উচ্চ শিখরে রোহিঙ্গরা পুড়ছে
বিশ্ববাসী চুপচাপ করে নিষ্ঠুরতা দেখছে!
জাগো বিবেক জাগো___
মানুষ হয়ে মানুষ হত্যা তোমার দ্বারা না গো!
২| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
আশ্রাফ বাংলা বলেছেন: এরা কি জাতের মুসলমান - কেবল পড়ে পড়ে মার খায়, কোন জবাব দেয়না!
এত সুখে আছে কি নিয়ে?
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৩
বংশী নদীর পাড়ে বলেছেন:
জাগো ঘুমন্ত মানুষ জাগো বিশ্ববাসী
মানুষ মেরে কোন দেবতারে করিতেছো আজ খুশি!
৩| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:২৮
তট রেখা (১) বলেছেন: Assalamualaikum,
I just signed the petition "Take back Aung San Suu Kyi's Nobel Peace Prize!" and wanted to see if you could help by adding your name.
Our goal is to reach 150,000 signatures and we need more support. You can read more and sign the petition here:
https://www.change.org/p/take-back-aung-san-suu-kyi-s-nobel-peace-prize?recruiter=638197193&utm_source=share_petition&utm_medium=email&utm_campaign=share_email_responsive
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৩৬
বংশী নদীর পাড়ে বলেছেন: I also signed the petition "Take back Aung San Suu Kyi's Nobel Peace Prize!"
৪| ১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ২:৩৪
পুকু বলেছেন: bring the rohingya muslim in bangladesh.it is your moral duty as a muslim. give them citigezenship of your country then only you will find what they are!!!! in my personal view every charity should begin from home so first save the minorities of your country then shed crocodile's tear for rohingya muslim. what an idea sirji!!!!
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:৪১
বংশী নদীর পাড়ে বলেছেন: No brother this is not permanent solution. World leader`s should create pushing Myanmar to accept Rohingya as their part of citizen.
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:৫৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: অসহায়ের সহায় তুমি
তুমি ছাড়া কে গো স্বামী
রক্ষা করো রোহিঙ্গা ভূমি…
জাতিসংঘ আজ অন্ধ! তারা পূর্ব তমিুর ছয় মাসে স্বাদীন করতে পারে! কারণ তাতে খ্রীষ্টানদের ইস্যু জড়িত!!!!
কাশ্মীরী, রোহিঙ্গা রাতো মুসলিম! তাই তাদের অন্ধ চোখ বন্ধই থাকে।
আর এই চরম বাস্তবতায় মুসলমানদরে প্রাণকেন্দ্র-যা মানা হয়- সেই আরবদের নপুংশক নিরবতা ইহুদী, খ্রীষ্টানদের দালালী করা, চাটুকারী করা রাজতন্ত্রের কানে যে ঢুকবেনা তা বলাই বাহুল্য! রইল বাকী কে?
আম মুসলিমদের দীর্ঘশ্বাস আর ব্যর্থ কান্না-!!!