নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

بسم الله الرحمن الرحيم

বংশী নদীর পাড়ে

আমি একজন সাদা মনের মানুষ। বন্ধু বলে ডাকলে আমি এগিয়ে যাই। গান আমার আত্মার খোড়াক। বেড়াতে আমি পছন্দ করি।

বংশী নদীর পাড়ে › বিস্তারিত পোস্টঃ

গীতিমালা - ২০১৬ -(২৩ - ২৫)

২৯ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৫০



গীতিমালা - ২৩

আমার মরন আমি দয়াল দুই নয়নে দেখতে চাই
যে মরন মরলে একবার জনমে আর মরন নাই।।

জীবন থাকতে মরার সুখ
করবো দয়াল উপভোগ
দয়া করে দাও গো দয়াল ওই চরণে ঠাঁই ॥

মরে দয়াল বাঁচতে চাই
প্রেমাগুনের পোড়া ছাই
যেনো দুই নয়নে সুরমা করে আনন্দে মাখাই ॥

ঘাটে ঘাটে ঘুরবো কত
নারী পুরুষ অবিরত
আমায় দয়াল কৃপা করো আমার কেহ নাই ॥

ফারুকের মনের বাসনা
জানিনা পূরন হবে কিনা
দয়াল তোমার নামে তরী দিলাম রে ভাসাই ॥

রচনা কাল - ০৫/০৩/২০১৬ ইং

গীতিমালা - ২৪

ভুলে গেছো কেমন করে ও নিঠুর বন্ধুরে
আজো ভুলি নাই আমি তোমারে।।

কথা নাই বার্তা নাই
নাই কোনো খোঁজ নাই
মনে কি চায় না দেখিবারে।।

দেখি না তোর চন্দ্র মুখ
শোকে শোকে ভরা বুক
শান্তি নাই ঘরে আর বাহিরে।।

ভালাবাসা প্রেমের জ্বালা
নিঠুর কালা ভালই দিলা
মায়া-দয়া নাই তোমার অন্তরে।।

বসে আছি নদীর পাড়ে
হলে দেখা হতেও পারে
ফারুক আর ডাকবেনা তোমারে।।

রচনা কাল - ০৮/০৩/২০১৬ ইং

গীতিমালা - ২৫

আমারে হাসায় পাগলে আমারে কাঁদায়
সুকৌশলে কথা বলে বুঝা বড় দায়।।

মুখের কথা নয় পাগলের কর্ম কথা কয়
হাত-পাও আর চক্ষু-কর্ণ সর্ব দেহময়
পাগলে পাগল বানায় ভালো মানুষ করে ভয়।।

বগলপুরে পাগলের বাস জানিনা খবর
কাছে রেখে মিছামিছি ঘুরতেছি জবর
হাতের কাছে মদনা পাগল ধরা সহজ নয়।।

কুমিল্লা ঝাটিয়া পাড়া ডাকাতিয়ার পাড়ে
মজনু বাবার পাগলেরা জয় গুনগান করে
রং সুরতে প্রেমের পাগল দেখবি তোরা আয়।।

পাগল পাগল শত পাগল দেখবি পথে-ঘাটে
গুটি কয়েক আছে পাগল তল্লাটে তল্লাটে
ফারুক বলে পাগল হলে স্বয়ং খোদা দেখা যায়।।

রচনা কাল - ০৯/০৩/২০১৬ ইং

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:১৪

ঋতো আহমেদ বলেছেন: গীতিমালা 23 24 খুব ভাল লাগল । এগুলোতে সুর দিয়েছেন কি? কণ্ঠে শুনতে পারলে ভাল হতো ।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫

বংশী নদীর পাড়ে বলেছেন: সুর আছে কিছু কিছু গানের। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে।

১৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৩:৩৬

বংশী নদীর পাড়ে বলেছেন: আমার একটি গান মিউজিক করেছি শুনে দেখবেন।

https://www.youtube.com/watch?v=QLPa56TGMb8

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: ধন্যবাদ

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:২৬

বংশী নদীর পাড়ে বলেছেন: ভাই প্রামানিক - পাশেই থাকুন, আপনাকেও ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.