![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাস্তিক বা ব্লগার হত্যা বাংলাদেশের কুরাজনীতিবিদদের জন্য একটা সহজ হাতিয়ার।কোন ইস্যু নাই কি আর করা ওরে মারাইলা।একটা বিষয় আপনারা হয়তো খেয়াল করেছেন,ধারাবাহিক ভাবে কিছু নাস্তিক ব্লগার হত্যার পর বেশ কিছুদিন এ ব্যাপারটা বেশ শান্তই ছিল।তাহলে আচানক এই বিষয়টা জাগিয়ে তোলার কারনটা কি? তাহলো জনগনের দৃষ্টি এক বিশেষ কোশ্চেন মার্ক থেকে অন্যদিকে সরিয়ে দেয়া। বাংলাদেশের ব্যাংকের রিজার্ভ লুটের নেক্কার জনক ঘটনা সরকারকে অনেক বেকায়দায় ফেলেছে।এটা ঢাকতে,তনু বলি হয়েছে। সেনাবাহিনীকে বিতর্কিত করার পায়তারা করা হয়েছে।কিন্তু সরকার বুঝতে পেরেছে জনগন এসব নাটক দেখে দেখে ক্লান্ত হয়েগেছে।আর খেতে চাচ্ছেনা।তাই আবার সেই পুরাতন হাতিয়ার।সেটা হলো ব্লগার হত্যা।
আর এখন যে ব্লগার গুলো খুন হচ্ছে তারা আসলেই কি ব্লগার? ওয়াশিকুর নামের যে ব্লগার খুন হয়েছিল।তার কোন লেখা ফেসবুক ছাড়া কেউ পড়েছে কিনা আমার জানা নেই।ফেসবুকে তো এরকম হাজারো মানুষ আছে যারা গন্জিকা সেবন করে অনেক আবোল তাবোল লিখে।তাহলে সবাই কি ব্লগার??
না কি যারা কেবল ইসলামের বিরুদ্ধে লিখতে পারে তাদেরকেই ব্লগার নামের তকমা দেয়া হচ্ছে??
গতকাল যে পুরুষ ব্লগারটি খুন হয়েছে জানিনা উনি কোন ক্যাটাগরির ব্লগার ছিল।তবে তার ব্রা আর পে***পরা ছবি দেখে তাকে সভ্য কোন মানুষের তালিকায় ফেলতে পারছিনা।তবে সত্যিকারের খুনির বিচার দাবি করছি।জানি তা কোনদিনই সম্ভব হবেনা।
২| ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪
প্রামানিক বলেছেন: সত্যিকারের খুনির বিচার দাবি করছি।জানি তা কোনদিনই সম্ভব হবেনা।
কথা ঠিক
৩| ২৫ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৪
দিনাজপুরিয়া বলেছেন: ভাই ঠিক বলেছেন। তবে আমার ফেইসবুকের এক বন্ধুর অ্যাবাউট পরলাম দেখলাম work at দেয়া আছে সামু !!মেসেজ বললাম ভাই আপনার ব্লগের লিংকটা দিনতো। আজ পর্যন্ত লিংক তো দুরের কথা আমিই ব্লগড!!
©somewhere in net ltd.
১|
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০
সুজন চন্দ্র পাল বলেছেন: জানি তা কোনদিনই সম্ভব হবেনা। এ বড় অসহায় জানা । এর থেকে বের হয়ে আসা কি আমাদের মত অসহায় মানুষদের পক্ষে আদৌ সম্ভব ।