![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"সময় এখন আমাদের তবে জার্সি কিন্তু হায়দ্রাবাদের।" গত মঙ্গলবার নগরে পরিকল্পনা মন্ত্রালয়ের ভবনে ভেসে উঠলো এক নতুন চমক।ভবনের প্রাচীর জুড়ে আমাদের কাটার মাষ্টার মুস্তাফিজুরের ছবি লাগানো হয়েছে।উপরে লেখা সময় এখন আমাদের।তবে দাদাদের খুশি করা কথাটি উহ্য আছে।কারন জ্ঞানীরা অল্প বাক্যেই সব বুঝে নেই।
সত্যিই আফসোস আমাদের বাঙালীদের। নিজ দেশে নিজ সরকারী ভবনে নিজ দেশের খেলোয়াড়দের গায়ে নিজ দেশের লাল সবুজ জার্সির জায়গা হয়না।ছবিতে মোস্তাফিজকে দেখানো হয়েছে হায়দ্রাবাদের জার্সি পরিহিত অবস্থায়।এ এক ভিষন লজ্জার কথা।এ লজ্জা তসলিমা নাসরিনের লজ্জাকেও হার মানিয়েছে।
আর হবেনা কেন যেখানে বাংলাদেশে বসবাস কারী কিছু ভারতীয় দালালেরা আমাদের লাল সবুজের পতাকাটি একটা কুকুরের গায়ে জড়াতেও কুন্ঠিত করেনি।সেখানে মোস্তাফিজুরের গায়ে লাল সবুজ জার্সি জড়িয়ে কি লাভ।
আফসোস!!বাঙালির চেতনা গুলো এখন অট্ট হাসি হাসছে।
২| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬
শাহ আজিজ বলেছেন: হায়দ্রাবাদের টিমে খেলছে তাদের জার্সি পরে , অন্যায়টা কোথায়? ওখানে খেলেই তো নাম কুড়োল ।
সকালে কি তাড়ি দিয়ে নাস্তা সেরেছেন ? গুড বয় !
৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৯
রোষানল বলেছেন: চুলে পাক ধরলো বলি বুদ্ধি সুদ্ধি কি বউ এর আঁচলে গিট্টু মেরে কি ব্লগিং করেন নাকি মশাই?আমি কখোন বললাম যে,হায়দ্রাবাদের টিমের জার্সি পরা অন্যায়।দেশের মাটিতে নিজ দেশের জার্সি পরা ছবি ঝুলালে দাদারা কি খুব রাগ করতো।কাঁঠাল পাতা আর কত গিলবেন?
৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৬
শাহারিয়ার ইমন বলেছেন: হায়দ্রাবাদ্র জার্সি লাগানো উচিত হয়নি এরকম সরকারি স্থাপনায়
৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫৮
অগ্নি সারথি বলেছেন: ওখে। মাইন্যা নিনু।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০১
রূপক বিধৌত সাধু বলেছেন: খেলার মাঠে মুস্তাফিজ এর উচ্ছল একটা মুহূর্ত! এই ছবির মাধ্যমে দাদারা কীভাবে সন্তুষ্ট হতে পারে জানতে মুঞ্চায়!
৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
মিথুন আহমেদ বলেছেন: উনারা মনে হয় মুস্তাফিজের বাংলাদেশের জার্সি পরা ছবি খুঁজে পাই নাই।
৮| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১১
রোষানল বলেছেন: বাংলাদেশের জার্সি পরিহিত মোস্তাফিজুরের এক পিস ফুটুও সারা বাংলাদেশে খুঁজে পাওয়া গেলোনা কেনু অভাগা জাতী জানতে চায়।।
৯| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১২
অরন্যে রোদন - ২ বলেছেন: সবকিছুতেই সরকার ও ভারতের দোষ খুজে পাওয়াটা যেন আমাদের জাতীয় স্বভাবে পরিনত হয়েছে। যেখানে আইপিএল এর প্রতিটি ম্যাচ এর সরাসরি সম্প্রচার করছে দেশের টিভি ও রেডিও চ্যানেল গুলো, রাস্তার চায়ের দোকানে আইপিএল দেখার জটলা দেখে মনে হতে পারে ১৯৯৭ সালের আইসিসি ট্রফির কথা, হাজার মানুষ আইপিএল ম্যানিয়ায় বাজি ধরে নিঃস্ব হচ্ছে সেখানে মুস্তাফিজুরের একটা ছবি নিয়ে এত কাহিনী।
১০| ২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৩
রোষানল বলেছেন: ভারত প্রিতী অসুখের দেশী মেডিসিন
ঔষুধের গায়ে ব্যাবহার বিধী দেয়া আছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮
ইমরাজ কবির মুন বলেছেন:
