![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লক্ষীপুরের চন্দ্রগঞ্জে ভোররাতে ঘুম ভাঙতে বিলম্ব হওয়ায় একটি বেকারি কারখানায় আলাউদ্দিন (১৪) নামে এক শিশু শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার বিসমিল্লাহ সড়কের 'আনন্দ বেকারি'র কারখানায় এ ঘটনা ঘটে। লক্ষীপুর পুলিশের এএসপি (সার্কেল) মো. নাসিম মিয়া জানিয়েছেন, শিশু আলাউদ্দিনের লাশ উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। ময়নাতদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, আলাউদ্দিনের হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনন্দ বেকারির মালিক নাছির উদ্দিন রনি ও শ্রমিক মোহাম্মদ আল-আমিনকে আটক করা হয়েছে। নিহত শিশু আলাউদ্দিন লক্ষীপুর সদর উপজেলার দত্তপাড়া উত্তর মাগুরী গ্রামের আবুল কালামের ছেলে। পরিবারের অভিযোগ, বাবার অস্বচ্ছলতার কারণে শিশু আলাউদ্দিন আনন্দ বেকারিতে কাজ নেয়। গত সাত থেকে আট মাস যাবত সেখানে ভোর থেকে রাত পর্যন্ত কাজ করতো সে। কাজ শেষে কারখানার মেঝেতেই ঘুমাতো। দীর্ঘদিন দিন ধরে হাড় ভাঙা খাটুনিতে গত কয়েক দিন ধরে ক্লান্ত হয়ে পড়ছিল আলাউদ্দিন। রোববার রাতে কাজ শেষে ঘুমানোর পর সোমবার ভোররাতে ঘুম থেকে উঠতে পারেনি সে। পরে অন্য শ্রমিকদের ডাকাডাকিতে ঘুম ভাঙে তার। ঘুম থেকে উঠতে বিলম্ব হওয়ার কারণে বেকারির মালিকসহ অন্য কয়েকজন শ্রমিক আলাউদ্দিনকে উপর্যুপরি পেটাতে থাকে। এক পর্যায়ে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
সূত্রঃ যুগান্তর নিউজ
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২৩
রোষানল বলেছেন: শরিষার ভুত
২| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৩৮
মুসাফির নামা বলেছেন: সত্যিই হতাশাজনক চিত্র।এসব সহে গেছে।যেন অনুভূতিশূণ্য মানুষ।
০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:২০
রোষানল বলেছেন: দিন দিন মানবতার কবর রচনা হচ্ছে।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৪০
রোষানল বলেছেন: উনারা খুব বিজি মানুষ।এসব নিয়ে ভাবার সময় নাই
৪| ০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৫৯
চাঁদগাজী বলেছেন:
" রোষানল বলেছেন: উনারা খুব বিজি মানুষ।এসব নিয়ে ভাবার সময় নাই "
-যে পরিমান বেতন নিচ্ছেন উনারা সেই পরিমান কাজ তো করতে হবে, তাই না?
৫| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:১৩
রোষানল বলেছেন: চাঁদগাজী বলেছেন: যে পরিমান বেতন নিচ্ছেন উনারা সেই পরিমান কাজ তো করতে হবে, তাই না?
উনাদের এ বেতনে পোষেনা শুনেননি তেনাদের বেতন খালি বাড়তেই আছে।যখন বেতন বাড়তে বাড়তে তাদের কলিজা ঠান্ডা হবে তখন এ দিকে হয়তো নজর পড়বে।
তয় আপনি কি আসল চাঁদগাজী নাকি ক্লোন চাঁদগাজী
আপনার নিক নিয়ে তো এখন মেলা প্যারা।
মন্তব্যের জন্য ধন্যবাদ
৬| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩০
চাঁদগাজী বলেছেন:
"তয় আপনি কি আসল চাঁদগাজী নাকি ক্লোন চাঁদগাজী "
-কমেন্ট দেখে কোনটা মনে হয়?
৭| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৪:২৪
চাঁদগাজী বলেছেন:
"তয় আপনি কি আসল চাঁদগাজী নাকি ক্লোন চাঁদগাজী
আপনার নিক নিয়ে তো এখন মেলা প্যারা।
মন্তব্যের জন্য ধন্যবাদ "
-আমার নিক নিয়ে যখন আামাকে নাজেহাল করেছে, আপনি তো প্রতিবাদ করেননি!
৮| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩
লাল আমস্ট্রং বলেছেন:
-
আসল আর নকল চাঁদগাজীর কমেন্টে কোন পার্থক্য নেই। একই রকম ব্যাক্তি আক্রমণ করা কমেন্ট।
৯| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৬:৪৪
লাল আমস্ট্রং বলেছেন:
-
এদের সব কয়টাকে ব্যান করা উচিত।
১০| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:৪১
প্রামানিক বলেছেন: এই নিষ্ঠুরতার বিচার হওয়া দরকার।
১১| ১১ ই মে, ২০১৬ সকাল ১০:৩৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: মানবতার কলংক এরা। এদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
১২| ১৩ ই মে, ২০১৬ বিকাল ৩:৩১
চাঁদগাজী বলেছেন:
" লাল আমস্ট্রং বলেছেন:
আসল আর নকল চাঁদগাজীর কমেন্টে কোন পার্থক্য নেই। একই রকম ব্যাক্তি আক্রমণ করা কমেন্ট। "
-ব্লগিং শিক্ষিত, উদার, হিউমারাস মানুষের জন্য মাত্র
©somewhere in net ltd.
১|
০৯ ই মে, ২০১৬ দুপুর ২:৩৩
মার্কোপলো বলেছেন:
সে হলো কিশোর, ওর থাকার কথা স্কুলে; ও বেকারীতে কাজ করছে, এলাকার চেয়ার ম্যান জানার কথা, উপজেলা চেয়ারম্যান জানার কথা, টিএনও জানার কথা, এমপি জানার কথা, নাহিদ জানার কথা, শেখ হাসিনা জানার কথা