নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি নির্বাক শ্রোতা

রোষানল

রোষানল › বিস্তারিত পোস্টঃ

কান ধরা নিয়ে দুটি কথা

১৯ শে মে, ২০১৬ দুপুর ২:১৯

অপেক্ষা করুন, এ জাতির প্রত্যেককে কান ধরতে হবে…. …… বর্তমান মাসের নামটা যেন কি ? মে ? হ্যা হ্যা মনে পড়েছে মে-ই তো । ….. আচ্ছা, মাত্র তিন বছর আগের মে মাসে থেকে একবার ঘুরে আসি, চলুন । যেতে পারবেন তো ? নাকি কান ধরে নিয়ে যেতে হবে ! ….. সেই মানুষগুলোর কথা মনে আছে ? যারা একরাত শাপলা চত্বরে কাটাতে চেয়েছিলো ? রাজধানীর গুরুত্বপূর্ণ স্থান তথা শাহাবাগে বছরের পর বছর রাস্তা আটকিয়ে কাটানো যাবে কিন্তু শাপলা চত্বরে এক সেকেন্ডেও থাকা যাবে না । আলেমদের আবার রাজধানীতে জায়গা ! তারা মসজিদ, মাদ্রাসা, লিল্রাহ বোডিং আর ইয়াতিম খানায় কাটাবে । রাজধানীর মত স্থানে তাদের কাজ কি ? যত্ত্বোসব মৌলবাদী ! ….. পুলিশের মারের ভয়ে সেদিন অসু্স্থ, ক্লান্ত আলেমরা কান ধরে দাঁড়িয়েছিল । কাজ হয়নি । পরের দিনগুলোতে মিডিয়ায় আলেমদের সে কান ধরা ছবি এসেছে । অনেকেই ঠাট্টা করে বলেছিল, আজকে কান ধরা দিবস । পৈশাচিকতা মিশ্রিত অট্টহাসিতে ফেটে পড়েছিল সকল পিশাচ । …. সেই দিন থেকে মাত্র ১২০৫ দিন অতিবাহিত হয়েছে । গতকালকে দেখলাম এ জাতির হৃষ্টপুষ্ট সন্তানরা কান ধরে রাস্তার মোরে মোরে দাঁড়িয়ে আছে । কেউ বাসাবাড়ি, অফিসে বসে নিজের কান স্বহস্তে খামচে ধরে সে ছবি ফেসবুকে দিয়েছে । কেউ দাঁড়িয়ে, কেউ পূর্ণ বসে কিংবা কেউ আধা বসে ! খুব চমৎকার (চমৎকার বলতে না চাইলেও বলতে হচ্ছে) লেগেছে দৃশ্যগুলো । যারা তিন বছর আগে, আলেমদের অসহায় দিনকে কান ধরা দিবস ঘোষণা করেছিল তারা আজ দলে দলে কান ধরে দাঁড়িয়ে । আহা ! কি চমৎকার দেখা গেল ! ….. অপেক্ষা করুন, সেদিন বেশি দূরে নয় যেদিন এ জাতির প্রত্যেককে কান ধরতে হবে । বিশ্ববাসী তাকিয়ে দেখবে আর ভাববে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কান ধরে আছে কেন । আর বাংলাদেশীরা আবিষ্কার করে ফেলবে, কান ধরার মধ্যেও হারবালীয় মহা চিকিৎসা পদ্ধতির কোন উপাঙ্গ । প্রতিশোধগুলো বোধহয় প্রকৃতি এভাবেই নেয় । শুভ হোক কানে ধরার পূর্ণতা দিবস এবং স্বাগতম জানিয়ে রাখছি, সকল কান ধরনেওয়ালাদের ।

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:২৯

আহলান বলেছেন: জনাব বিনয়ের সাথে বলতে চাই কান ধরে সেই লোকদেরকে (আমি আলেম বলবো না) ডেকে আনুন না, যারা আপনাদেরকে শাপলা চত্বরে রেখে হেলিকপ্টারে করে নিরাপদে চট্টগামে পৌছালো ... পারবেন কি?

২| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৩৮

আশরাফুল ইসলাম (মাসুম) বলেছেন: ধন্যবাদ সেলিম ওসমানকে!

৩| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪৪

রোষানল বলেছেন: আহলান বলেছেন: যারা আপনাদেরকে শাপলা চত্বরে রেখে হেলিকপ্টারে করে নিরাপদে চট্টগামে পৌছালো ... পারবেন কি? হেলিকপ্টারটা এরেন্জ করে দিছিলো কিডা ?

৪| ১৯ শে মে, ২০১৬ দুপুর ২:৪৫

বিপরীত বাক বলেছেন: শুরুই করলেন মিথ্যা দিয়ে?

"" ….. সেই মানুষগুলোর কথা মনে
আছে ? যারা একরাত শাপলা চত্বরে
কাটাতে চেয়েছিলো ?"""""

ওরা একরাত নয় অনির্দিষ্ট কাল থাকতে চেয়েছিল। ওজন্যই ওগুলোকে বেদম পিটুনি দিয়ে বাসাবাড়ি তে পাঠানো হয়েছিল।

৫| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:১০

নতুন গেম বলেছেন: বিপরীত বাক @ আপনিও মিথ্যে দিয়ে শুরু করলেন ? তাদের পিটুনি দিয়ে বাসাবাড়ি তে পাঠানো হয় নাই । বরং তাদের
রাতের অন্ধকারে হত্যা করে হয়েছিল ।

৬| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:১৫

রোষানল বলেছেন: বিপরীত বাক বলেছেন:ওরা একরাত নয় অনির্দিষ্ট কাল থাকতে চেয়েছিল।

ভায়ু আপনিতো দেখতেছি বাংলা ভাষার ব্যাবহারই জানেন না। একরাত বলতে এক রাতই ধরে নিয়েছেন। একটা ভিক্ষুক যখন বলে চারটা ভাত খেতে দেন পেটে খুব ক্ষিদে। আপনি মনে হয় গুনে গুনে ভিক্ষুককে চার পিচ ভাতই দেন। হাহাহা ।এত বিনুদুন দেন কেনু B-)) :#) :D

৭| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:২১

কাজী নজরুলের ছাত্র বলেছেন: মনে আছে ভাই, আমাদের কান ধরে নিয়ে যেতে হবেনা।

৮| ১৯ শে মে, ২০১৬ বিকাল ৫:৫১

বাংলার জামিনদার বলেছেন: খুব ভালো মনে আছে। সেই যে বিশ্ব কান ধরা দিবসের কথা বলছেন তো???? আহা কি সুন্দর দৃশ্য। এর পর আসলে ন্যাংটা কইরা খাড়া কইরা রাখা হবে।

৯| ১৯ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:১০

মুসাফির নামা বলেছেন: প্রতিশোধ দরকার নাই,চাই সুষ্ঠ বিচার।হানাহানি দরকার নাই,চাই ভালবাসা। তবে আমার শুধু বেগম জিয়ার কাছে জানতে ইচ্ছা করে,উনার নিজ দল কখনও মাঠে নামে না-তবে অন্যের মাথায় বসে কাঁঠাল খাওয়ার এত ইচ্ছা কেন? তিনি কেন সেদিন হেফাজতকে বন্দুকের নলের সামনে দাড় করিয়ে তত্ত্বাবদায়ক দাবি করে বসলেন? দায় উনিও এড়িয়ে যেতে পারেন না।
শাহবাগ জমায়েত যেমন ছিল অগ্রহণযোগ্য, তেমনি শাপলাচত্বরে রাত্রিতে অবস্থার করার প্রচেষ্টা ছিল চরম ভুল।

১০| ১৯ শে মে, ২০১৬ রাত ৯:১৯

রোষানল বলেছেন: একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে যারা সেদিন শাপলা চত্বরে এসেছিল তাদের কারোই কিন্তু অন্য কোন উদ্দেশ্য ছিলনা। তারা এসেছিল ইসলাম তথা আমাদের নবী রাসুল অবমাননার প্রতিবাদ জানাতে। তবে কু-রাজনৈতিক প্রতিহিংসায় সেদিন তাদের তাজা রক্ত দিতে হয়েছিল।এ ছাড়া আর উপায়ই বা কি ছিল?দেয়ালে পিঠ ঠেকে গেলে মানুষ তো প্রতিবাদ করবেই।ইসলাম একটা চলমান নদীর ধারার মত ।আর সেই চলমান ধারাকে কি কক্ষনো আটকিয়ে রাখা যায় ?

১১| ০৬ ই মার্চ, ২০২০ সকাল ১১:০৩

মহসিন আলাম বলেছেন: কান ধরা ছবি সংগ্রহের জন্য এসেছিলাম, পেলাম না :( এসেই যখন পড়েছি একটা প্রশ্ন মনে আসায় জিজ্ঞাসা করেই যাই। তখন ইসলাম হেফাজত দরকার ছিলো তো এখন কি হেফাজত হয়েছে? ইসলাম এখন হেফাজত অবস্থায় আছে? :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.