![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশের বর্তমান ছাত্র ছাত্রীদের মেধার হাল হকিকত অতি উদ্বেগ জনক। এদের ইতিহাস জ্ঞানের গভিরতা খুবই হতাশাকর।বাংলাদেশের ইতিহাস বলতে এরা বোঝে ৭ই মার্চ,আগরতলা,ধানমন্ডি ৩২ আর ১৫ আগস্ট। এখনকার দিনের ছাত্র ছাত্রী কে আপনি প্রশ্ন করেন মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপতির নাম কি?তারা যে বলতে পারবেনা তা আমি শত ভাগ নিশ্চিত।তবে ভয়ের ব্যাপার হলো এর উত্তরে শেখ মুজিবরের নামও বলে দিতে পারে বলদগুলো।কারন নতুন প্রজন্মের কাছে এসব ইতিহাসকে কাল চাদরে ঢেকে দেয়া হয়েছে। আমি মুহাম্মদ আতাউল গণি ওসমানীর কথা বলছি।১৯৭১ সালের ১৭ই এপ্রিল গঠিত হয় মুজিবনগর সরকার আর উনাকে করা হয় মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি। আজ তার নাম বলতে গেলে নতুন প্রজন্মের কাছে আলোকপাতই করা হয়না।
আরেক জন মহান ব্যাক্তির কথাও বাংলার নতুন প্রজন্মের কাছে লুকিয়ে রাখা হয়েছে।তিনি হলেন মাওলানা আবদুল হামিদ খান ভাসানি। তিনিই এমন এক ব্যাক্তি যিনি ২৬শে ফেব্রুয়ারী আইয়ুব খান কতৃর্ক আহুত গোলটেবিল বৈঠক পত্যাখান করে শ্রমজীবীদের ঘেরাও কর্মসূচি পালনে উতসাহ প্রদান করেন। আইয়ুব খান সরকারের পতনের পর নির্বাচনের পুর্বে ভোটের আগে ভাত চাই, ইসলামিক সমাজতন্ত্র কায়েম ইত্যাদী দাবি উত্থাপন করেন।
তিনি এমন ব্যাক্তি যিনি কিনা ১৯৭০ সালের ৬-৮ আগস্ট বন্যা সমস্যা সমাধানের দাবিতে আমরন অনশন পালন করেন।১২ই নভেম্বর ১৯৭০ সালে পুর্ব পাকিস্তানে প্রলয়ঙ্কারী ঘুর্ণিঝড় হলে দুর্গত এলাকায় ত্রান ব্যবস্থায় অংশ নেয়ার জন্য ন্যাপ প্রার্থী থাকা সত্বেও নির্বাচন থেকে সরে দাঁড়ান। যে জাতি এত ত্যাগী নেতাদের মুল্যায়ন করেনি এ দেশের ইতিহাসে।সেদেশের ভবিষ্যত আর কি আশা করা যায়?
কি হবে এসব লিখে দূর দূর দূর...
৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৪৫
রোষানল বলেছেন: বর্তমান শিক্ষা ব্যবস্থার কেরামতিতে আমাদের দেশের জিপিএ পাওয়া ছাত্ররা নেপালের রাজধানীকে নেপচুন গ্রহে নিয়ে ছেড়েছে
২| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:২৭
ইমরান আশফাক বলেছেন: সহমত।
৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৪৭
রোষানল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
৩০ শে মে, ২০১৬ রাত ৯:০৮
অবনি মণি বলেছেন: নতুন প্রজন্মের কাছে ইতিহাস চাপা পড়ার জন্যে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থাই দায়ী ।