![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে ভাবি নিজেদের কাওকেই যদি বদলাতে না পারি তাহলে বিশ্বকে কি ভাবে বদলাবো।
কথাটা বললাম আসছে সামনের ঈদকে সামনে রেখে।ঈদে আমার পাঞ্জাবি পরতেই হইবো পরতেই হইবো।কারনটা হলো আমি নাকি মুসলিম তাই। আসলে পহেলা বৈশাখ বা নানা রকম উৎসবে হোলিতেও কোলকাতার হিন্দু থেকে শুরু করে আপামর জনগন পাঞ্জাবি পরে হোলি খেলছে, তা হলে তাদের কে কোন ক্যাটাগরিতে ফেলবো? পাঞ্জাবি কি আসলেই মুসলিমদের পোশাক না বাঙালীদের পোশাক? যদি বাঙালীদের পোশাকই হয় তাহলে সেটাকে ইসলামের সাথে মিলিয়ে তালগোল পাকানোর কি মানে????
আমরা আসলে এখন এমন কায়দারই মুসলিম হয়ে গেছি।আজ সে কারনেই ইসলাম নিয়ে অনেক কুটুক্তি শুনতে হচ্ছে।আমরা পাঞ্জাবী আর এটা ওটার অবয়বে এখন ইসলামকে খুঁজে বেড়াচ্ছি। পাঞ্জাবী নাকি মানুষের ব্যাক্তিত্ব বাড়িয়ে দেয়।আরে ভাই ওসব বুলি গুলো বাঙালীদের হিন্দু সাংকৃতি গিলানোর জন্য আপনাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়েছে।
আসলে ব্যাক্তিত্ব জিনিসটা যার যার পার্সোনাল একটা ব্যাপার।এক সময় "স্টান্ডার্ট লুঙ্গি" ছিল বাঙালীদের ব্যাক্তিত্বের প্রতিক। আমাদের মনে রাখতে হবে যে,ব্যাক্তিত্ব সময় ও ফ্যাশানের সাথে সাথে বদলায়।
সারা বছর ওয়েস্টার্ন কাপড় জড়িয়ে আর বছরের মাত্র দুটি দিনে পাঞ্জাবি গায়ে জড়িয়ে উনারা কি ব্যাক্তিত্ব ফুটিয়ে তুলতে চায়?? বাঙালীত্ব না মুসলিমাত্ব। আসলে শুধু এই ঈদের দিন গুলোতেই তাদের মুসলিমাত্ব জেগে ওঠে। বাস্তবে তারাই সমাজের কোর্ট প্যান্ট পরা কাউকে ব্যাক্তিত্ববান মানুষ হিসেবে দেখে ও মানে।
বাংলাদেশের নানা চ্যানেলের উপস্থাক,সংবাদ পাঠক গায়ক, লেখকের গায়ে জড়িয়ে থাকে কাশ্মীরি পাঞ্জাবী।আমাদের আল কোরআনে কোথাও কিন্তু পাঞ্জাবি পাজামার কথা বলা হয়নি বরং বলা আছে শালিনতার পোশাকের কথা।
কেন পাঞ্জাবী ছাড়া সুন্দর শালিনতার পোশাকে কি ঈদ হবে না?? আফসোস আপনাদের আনলোজিক্যাল আর সনাতনী ইসলামি চিন্তা ভাবনায়!!!!
©somewhere in net ltd.