নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

অভ্যুদয়

২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৪:৫২

এইমাত্র লোনা সমুদ্র থেকে ডুব দিয়ে উঠলাম,
এইমাত্র ভেসে এলাম, বেনামী প্রাণীর মতো,
জলোচ্ছাসে;
শরীরে লবণের মাখামাখি দেখে আছড়ে পড়ছে দ্রবীভূত বাতাস,
এখানে গভীর রাত!
কতোকাল ছিলাম প্রবালে শুয়ে কে জানে,
কয়েকটা টুকরো স্বপ্নের মতো ফিরে এলো ঘরে প্রবাল সোহাগী রাত,
কি যেন উচ্চস্বরে দিচ্ছে ডাক; শ্মশানের মতো নির্জনতা
অপাংক্তেয় হয়ে বসে আছে একা,
মহাবিশ্ব নিঃসংগ এখন; আমাদের মতো খুব একা!
শুধু শুন্য আর শূন্য মিলে নেই কোন যোগফল,
একটা ধাঁধাঁও আর মেটানো হবেনা;
পোষাচ্ছেনা পেস্তার খোসার মতো শক্ত ধকল!
শূন্যে শূন্যে কোন হয়না যোগফল; তুমি আমি দুজনেই
ছিলাম নিরর্থক!
কাঁপছে, ফুঁটছে ঈশ্বরের সাধের বাগানের একুয়ারিয়াম,
দিয়েছি যখন লাফ, খাবি খেতে হতে হবে,
নিহত অক্সিজেনের শবের ভারে নুয়ে আছে বাতাস!
আমিতো শ্বাপদ নই, তবে কেন অন্ধ হয়ে আছে গলিপথ?
বাংকারে লুকালো আজন্মের ব্যর্থ শপথ,
দূর্বাঘাস আর জংলা কলমির টুকরো উঠান
উন্মাদের মতো দিচ্ছে পিছুটান!
দৌড়াতে দৌড়াতে অশ্বমেধের ঘোড়া হয়ে লাফ দিতে হবে
জ্বলন্ত অংগারে!
এখন রেশমি লেজে শুধু দাবানল আসক্ত ধোঁয়া ঘোরাফেরা করে!

কতোকাল ছিলাম মহীসোপানের সমাধিতে শুয়ে,
কে জানে! হয়তোবা বুকে মিশে আছে তিমিদের নিঃশ্বাস!
এখানে গভীর রাত;
শালবন আর গীর্জাটা পাশাপাশি দাড়িয়ে ভুতের মতো করছে ফোঁসফাঁস!
আমিতো তাদেরো কেউ নই,
তোমাদেরও আত্মীয় নই! এই শহর এক অনাকাঙ্ক্ষিত বনবাস!
বহুকাল সমুদ্রের নোনা জলে ডুবে থেকে উঠে এসে দেখি,
দানবের মনচুরি করেছে মানুষ!
কয়েক দশক আগে নিঃস্ব হয়েছে হিরোশিমা নাগাসাকি,
কতোকাল জমাট বেঁধে ছিলাম নুনে-
বরফ সাগরে; পৌছায়নি চোখে নিউইয়র্ক টাইমসের খবর,
এখনো এখানে রাত,
প্রণালী পেরোনো দ্বীপে নাড়াচ্ছে আংগুল কয়েকটি ক্রুশবিদ্ধ হাত!
রক্তের নোনা স্বাদ কড়া কাজুবাদামের মতো হাইড্রোজেন গ্যাস হয়ে ভাসছে,
ভাসছে;
হাঙ্গর কি জানেনা রক্ত ও নোনাজল মুখে নিলে লাগে একই স্বাদ!
তবু কেন পিপাসার্ত সে?
আমার শরীরের ঘ্রাণ শ্বাপদের মতো নয়,
পালাচ্ছে হরিণী, পালাচ্ছে ধবল পাখি, পালাচ্ছে সুজাতা,
আমিতো আর মানুষ নেই এখন মধ্যরাতে!
নুনের আস্তরে জমে হচ্ছি ক্রমশ মূর্তিমান ভয়,
এ এক বিচিত্র অভ্যুদয়!

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০২০ ভোর ৬:৩৪

সুনীল সমুদ্র বলেছেন: অনেকদিন পর সামহয়্যারইন-ব্লগে একটি দারুন সুন্দর ‌'কবিতার মতো কবিতা' পড়লাম। আধুনিক গদ্য কবিতার যথাযথ আঙ্গিক অণুসরণে সুলিখিত একটি কবিতা। বিষয়বস্তুতে, শব্দচয়নে, ভালোলাগার আবহ তৈরীতে .... সবকিছুতেই পুরোপুরি আধুনিকতার ছোঁয়া। ..... সাধারণত এধরনের কবিতাগুলোই মেইনস্ট্রিম প্রিন্ট-মিডিয়ার 'সাপ্তাহিক সাহিত্য পাতা'য় পাঠালে তা সংশ্লিষ্ট পত্রিকার সাহিত্য সম্পাদক কর্তৃক পত্রিকায় ছাপানোর জন্য 'মনোনীত' হয়। ....... একপলকে আপনার এর আগেরও দু একটি কবিতা দেখে নিলাম। .... আপনি আপনার কবিতা মেইনস্ট্রিম প্রিন্ট-মিডিয়ায় পাঠান। আমার বিশ্বাস সেগুলো অবশ্যই মনোনীত হয়ে ছাপার অক্ষরে প্রকাশ পাবে। ..... লিখতে থাকুন, মনের আনন্দে, এমন সুন্দর সমৃদ্ধ সুরভী ছড়িয়েই ..... । ভালো থাকুন নিরন্তর।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৬

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক শুভকামনা আপনার জন্য। মেইনস্ট্রিম মিডিয়া থেকে দূরে নির্জনে থাকা মানুষ, তাদের ধরনটা বুঝিনা তেমন। ততোটা সোজা হয়তো নয় বিষয়গুলো। অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

২| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৫

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার কি মনে হয় না। অন্যদের পোস্ট পড়া উচিত। মন্তব্য করা উচিত।

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৮

স্বর্ণবন্ধন বলেছেন: সুপ্রিয় ব্লগার রাজীব নুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই উচিত। আসলে কোভিড কালীন সময়ে প্রচন্ড চাপে আছি। চেষ্টা করবো আরো সক্রিয় হওয়ার।

৩| ২৮ শে আগস্ট, ২০২০ দুপুর ২:৪২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুগ্ধ পাঠ :)

অসাধারন লিখনি....
++++++

৩১ শে আগস্ট, ২০২০ দুপুর ১২:০৯

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার মতো কবির প্রশংসা পাওয়া ভাগ্যের ব্যাপার। শুভকামনা জানবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.