নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যা মনে আসে তাই লিখি।

স্বর্ণবন্ধন

একজন শখের লেখক। তাই সাহিত্যগত কোন ভুল ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

স্বর্ণবন্ধন › বিস্তারিত পোস্টঃ

হৈমবতী এসো

২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:০২




হৈমবতী এসো চোখে চোখ মিলিয়ে রাখি,
ফুটছে আলোয় সূর্য্যকণা,
কলমি ডগারা ডাগর হয়ে তুলছে আগ্রাসী ফণা,
ক্লান্তিকর নীলে মেঘেদের অনেক পোড়া বাকি!
তবুও তো প্রেম অপেক্ষা মানেনা,
হৈমবতী তীব্র তুষার যুগে প্রেম অপেক্ষা জানেনা,
এসো ক্ষণিকের সু্যোগে হাতে হাত রাখি!

বাড়ছে নদীর ক্ষেত্রফল,
চুপিচুপি তাতে আনাগোণা করে জলের ফসল,
এমন তীব্র স্রোতে প্রত্যাশা ভেসে যায়,
ভেসে যায় আমবাগানের মতো স্নেহের সংসার!
হৈমবতী এসো পালকে পালক ঘষি,
ঠোঁটে ছুঁই ঠোঁট,
আসলে আসুক টর্নেডো কিংবা মৌসুমী ঝড়!  

রুক্ষ হাতটা রাখা ছিল টেবিলে,
এসপ্রেসো কফি কাপ তাতে তুমিই ছোঁয়ালে,
আঙ্গুলের ডগা বেয়ে রোমাঞ্চ ঢুকল শিরার ভিতরে,
অথচ রুক্ষ হাতে অসমাপ্ত প্রেমের রেখাটা,
হ্যাংলা যুবকের মতো ফ্যালফ্যাল করে,
ছিলতো তাকিয়ে প্রায় পয়তাল্লিশ মিনিট ধরে!
এতোটা দীর্ঘকাল!
তুমি কি পাওনি টের কিছুই তার?
রুক্ষ তালু ধানের ক্ষেতের মতো হলোনা কোমল,
শুধু করোটির মধ্যখানে জন্মাল প্রেমের চারা,
বিষাক্ত তার ফুল ফল!
হৈমবতী এসো প্রতিষেধকের মতো,
নিয়ে নেই শরীরের পেশীতে,
তোমার ঘ্রাণের নির্যাসে গড়া দুর্লভ ভ্যাক্সিন!

হৈমবতী এসো জীয়ল কূপের গভীরে নামি,
ওইখানে প্রেমে পড়ে ডুবেছেন সম্রাট অশোক,
সায়ানোব্যাকটেরিয়ায় খেয়ে নিল শিলালিপি!
আমরা ডুবব! আরো গভীরে ডুবব!
যেখানে তুমি আমি প্রভেদ ভুলে যাবে ভব!
ক্ষতি নেই তাতে,
তুমি না থাকলে বরং ভেংগে যাব ঠুনকো ধাক্কাতে!
তার চেয়ে বরং ডুবে যাই এসো,
এসো হৈমবতী ডাকছে জীয়ল কূপ!

ফিরে এসো হৈমবতী ফেলে যাওয়া নীড়ে,
জ্বলছে শহর নিষিদ্ধ শিশিরে!
ফণা তুলে আছে বাতাসের প্রতিটি গ্যাসীয় অণু,
আমিনবাজার থেকে আরিচার ঘাটে,
বসে আছে প্রবাসী শ্রমিকের মতো,
বোতাম ছেঁড়া শার্টে পুঞ্জীভূত ক্ষোভ কতো!
হৈমবতী ফিরে এসো,
তুমি এই অতৃপ্ত ক্ষোভের একমাত্র দাওয়াই!
ফিরে এসো হৈমবতী! আকাশে হঠাত বৃষ্টি
আর রাজ্যের জল চোখের কোণায়!
এক জীবনের প্রেম বসে থাকে শুধু একেরই
প্রতীক্ষায়! 

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:১৯

নীলসাধু বলেছেন: বাহ।
চমৎকার কবিতা।

ভালো লাগলো।
কবির জন্য শুভেচ্ছা ও শুভকামনা।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৪

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ জানবেন সুপ্রিয় ব্লগার।

২| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: যদি আপনার অন্য অনেক কবিতার সাথে এই কবিতাটি তুলনা করি, তবে বলবো সে তুলনায় এটি আমার তেমন ভালো লাগেনি। এর চেয়ে ব্লগে আপনার অনেক কবিতা আছে এর চেয়ে ভালো।

আপনার কবিতার লেখার মান অনেক উচ্চতায়, সে বিষয়টি খেয়াল রাখার অনুরোধ রাখছি।

আর পুরো কবিতাটি বোল্ড করে পোস্ট দিয়েছে। দরকার ছিল না।
পারলে বোল্ড উঠিয়ে দিন। অনুরোধ।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৭

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ বিজয় রয় দাদা। আপনি সবসময়ই আমার কবিতাগুলি পড়েন। এটা অনেক ভালো লাগার বিষয়। কবিতা সবসময় একরকম হয়না হয়ত চাইলেও। তবু লিখি প্রবাহ বজায় রাখার জন্য। না হলে একদিন হয়ত কবিতা আসবেই না।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৩৩

ভার্চুয়াল তাসনিম বলেছেন: হৈমবতী বারেবার ফিরে আসুক।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা লিখেছেন।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২৮

স্বর্ণবন্ধন বলেছেন: নেক ধন্যবাদ রাজীব নুর ভাই।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৭

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সমস্যাটা ঠিক কোথায় আমি বোঝার চেষ্টা করছি।
ব্লগে এরকম লেখনি আজকাল খুব কম চোখে পড়ে। অথচ সেরকম সাড়া নেই!
বিজন দা'র কমেন্ট পড়ে কৌতুহল বাড়লো, একনজরে অন্যান্য লেখাগুলোর কিছুটা দেখলাম।
আপনার লেখার হাত অসাধারন। সময় করে অন্যান্যগুলো পড়ে আসবো। এটা কিন্তু আমার বেশ ভাল লাগলো।

ভেংগে/ভেঙে, হঠাত/হঠাৎ, আনাগোণা/আনাগোনা, এতোটা/এতটা, কতো/কত?

প্লাস!

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক ধন্যবাদ জানবেন সুপ্রিয় ব্লগার। এতো মনোযোগ দিয়ে পড়ার জন্য কৃতজ্ঞতা। সম্ভবত পেশাগত জীবনে বাংলার ব্যাবহার কমে আসায় ভুল করে ফেলছি। আরো সতর্ক হতে হবে।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৩৯

বিজন রয় বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী.......... স্বর্ণবন্ধনের অসাধারণ সব কবিতা পোস্ট করা আছে এই ব্লগে। হয়তো অনেকেই জানেনা বা ওনার কবিতা পড়ে না, কারণ অন্যান্য ব্লগারের সাথে ওনার interaction বা যোগাযোগ কম। অনেক আগে থেকেই আমি ওনার কবিতা পড়ি এবং আমার কবিতা সংকলন পোস্টে যে সেরা ১০ বাছাই করতাম সেখানে প্রায়ই ওনার কবিতা সেরার তালিকায় থাকতো।

যাহোক, এই কবিতাটি বলেছি আমার তেমন ভাল লাগেনি, মানে এমন নয় যে আমার একবারেই ভাল লাগেনি। ভাল লেগেছে তবে, যদি ওনার লেখা এই কবিতাটি আমি প্রথম পড়তাম তাহলে অনেক ভালো লাগত। আমি শুধু ওনার অন্যান্য কবিতার সাথে তুলনা করতে যেয়ে বলেছি। তার মানে এই নয় যে উনি ভাল লেখেন না। হা হা হা ...........। অবশ্য সব সময় সেরাটা বের করে আনা একজন মানুষের পক্ষে সম্ভভ হয় না।

স্বর্ণবন্ধন ............ কবিতাটির বোল্ড উঠিয়ে দিয়েছেন, এখন সুন্দর দেখাচ্ছে। আমার অনুরোধ রাখার জন্য অনেক কৃতজ্ঞ।

আমার কথায় মন খারাপ করেননি নিশ্চয়।
শুভকামনা।


২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৪

স্বর্ণবন্ধন বলেছেন: মন খারাপের কোন প্রশ্নই আসেনা সুপ্রিয় ব্লগার। যে কোন আলোচনা সমালোচনা মন্তব্য নির্দ্বিধায় করতে পারি আমরা। সেই স্বাধীনতার জন্যই আমরা মানুষ। আর এ ধরনের আলোচনা তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আমি বুঝতে পারব লেখাটা সম্পর্কে আরো নিরপেক্ষ ভাবে। সবসময়ই সব মন্তব্যে স্বাগতম।

৭| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৮:১৯

মনিরুল ইসলাম বাবু বলেছেন: আসুক। সে আসুক। বানভাসি জলের মত।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

স্বর্ণবন্ধন বলেছেন: ধন্যবাদ আপনাকে অনেক।

৮| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:০১

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: বিজন দা, আমি বোধয় উপরের কমেন্টে গুছিয়ে লিখতে পারেনি। "সমস্যা" বলেছি এত ভাল একজন লেখকের লেখাগুলো যোগ্য সাড়া না পাবার বিষয়টাকে।

আপনি কমেন্টে এই কবিতার সাথে ওনার অন্যান্য কবিতা তুলনা করে বলেছেন সেগুলো এটার থেকে ভাল লেগেছে । । আপনার মত একজন কবিতা বোদ্ধা এত ভাল কবিতাটার থেকেও অন্যান্য কবিতাগুলোকে এগিয়ে রেখেছেন। ঠিক এই কারণেই আমার কৌতুহল জাগলো এটা ভেবে যে অন্যান্য কবিতাগুলো নিশ্চয়ই আরও ভাল হবে। আশা করি বোঝাতে পেরেছি।

না,দাদা, মন খারাপ করিনি। তবে এবারও বিষয়টি বোঝাতে না পারলে একটু মন খারাপ তো হবেই।

অনেক অনেক ভাল থাকবেন।

৯| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৫

বিজন রয় বলেছেন: চন্দ্ররথা রাজশ্রী....... ঠিক এই কারণেই আমার কৌতুহল জাগলো এটা ভেবে যে অন্যান্য কবিতাগুলো নিশ্চয়ই আরও ভাল হবে। আশা করি বোঝাতে পেরেছি ......... হ্যাঁ বুঝতে পেরেছি তো!!

আপনার মন খারাপের কোনো কারণ নেই।

১০| ২৫ শে ডিসেম্বর, ২০২৩ রাত ৯:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।

হৈমবতীর আগমন শুভেচ্ছা স্বাগতম।

২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৫

স্বর্ণবন্ধন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.