![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Facebook Addiction Disorder (FAD) হলো একটি মানসিক ব্যধি। যারা অতিরিক্ত ফেসবুক ব্যবহার করে তারা সাধারনতঃ এই ব্যধিতে আক্রান্ত বলে মনোবিদরা মনে করেন। কয়েকটি দেশে এই রোগ নিরাময়ের জন্য নিরাময় কেন্দ্র আছে। আই নিড এ ভেকেশন। সো গো টু হেল মার্ক জাকারবার্গ। ডাক্তারের পেছনে এই মুহুর্তে টাকা পয়সা খরচ করার কোন ইচ্ছা আপাততঃ আমার নেই। তবে ভেকেশনে যাওয়ার আগে সবার সাথে ফেসবুক সম্পর্কে কিছু তথ্য শেয়ার করছি। তথ্যগুলো পড়ার পর আপনিও ভেকেশনে যেতে পারেনঃ
০১। ফেসবুকের রং নীল কেন? কারণ, মার্ক জাকারবার্গ আংশিক বর্ণান্ধ। নীল রংটাই তিনি সবচেয়ে ভালো দেখতে পান। সবুজ, লাল-- এসব রঙের পার্থক্য তিনি ধরতে পারেন না (আমি সব রং চিনেও কিছুই করতে পারলাম না)!
০২। ২০০৬ সালে ক্রিস পুটনাম নামের এক ব্যক্তি ফেসবুক হ্যাক করেছিলেন। ফলাফল? পরদিন সকালেই তিনি ফেসবুকের প্রধান কার্যালয়ে চাকুরী পেয়েছিলেন (চিন্তা করছি হ্যাকিং এর উপর একটা কোর্সে ভর্তি হয়ে যাবো)!
০৩। ফেসবুকের নাম যখন শুরুতে `দ্য ফেসবুক` ছিল, নামের পাশেই একজন মানুষের অস্পষ্ট ছবি চোখে পড়ত। ছবিটি বিখ্যাত অভিনেতা-পরিচালক আল পাচিনোর (ফেসবুক পেইজের প্রথম আউটলুকের ছবিটা শেয়ার করলাম। আল পাচিনোর দি গডফাদার ছবির তিনটা সিরিজই আমার খুব প্রিয়। কোনভাবে ছোট ভাই জাকারবার্গ বিষয়টি জানতো)!
০৪। ফেসবুকের ইউআরএলের শেষে /4 লিখলেই আপনি পৌঁছে যাবেন মার্ক জাকারবার্গের প্রোফাইলে। লিঙ্কঃ http://www.facebook.com/4
০৫। ফেসবুকের চেহারা কদিন পরপর বদল করলেও, মার্ক জাকারবার্গ তাঁর টি-শার্ট বদল করার সময় পান না। এক ধূসর রঙের টি-শার্টটি গায়ে দিয়ে তিনি দিনের পর দিন পার করে দেন (জাকারবার্গের বেটার হাফ ব্যাপারটা কিভাবে সহ্য করে এই বিষয়ে কোন তথ্য আমার কাছে নেই)!
০৬। বিস্ট নামে জাকারবার্গের একটি পোষা কুকুর আছে। ফেসবুকে কুকুরটির ফলোয়ার সংখ্যা দেড় কোটির বেশি (কোন সেলিব্রেটির ফলোয়ার সংখ্যাও তো এতো না)!
০৭। মার্ক জাকারবার্গকে ফেসবুকে ব্লক করা যায়না (জোর যার মুল্লুক তার, সরি মুল্লুক যার জোর তার)!
০৮। ফেসবুকের মাধ্যমে অস্ট্রেলিয়াতে কোর্ট নোটিশ (court notice) এবং যে কাউকে কোর্টে উপস্থিতির জন্য ডাকতে (court summon) পারে (ভুল করে এই দেশে প্রয়োগ করবেন না)!
০৯। আইসল্যান্ডে নতুন সংবিধান তৈরির সময় সংবিধান কমিটি তাদের ড্রাফট সংবিধানটি সম্পূর্ন ফেসবুকে শেয়ার করেছিল। পরবর্তীতে সে দেশের নাগরিকরা সম্পূর্ন ড্রাফট সংবিধানটির উপর ফেসবুকে মতামত জানিয়েছে। সেইসব মতামতের উপর ভিত্তি করে সরকার সে দেশে নতুন সংবিধান তৈরি করা হয়।
১০। পৃথিবীর চারটি দেশে ফেসবুক নিষিদ্ধ। দেশগুলো হলো সিরিয়া, ভিয়েতনাম, ইরান এবং চীন (যাক বাবা বাংলাদেশের নাম এই লিস্টে নাই)!
১১। এলিয়েন (Allien) নামে কেউ কোন একাউন্ট খুললে সেই একাউন্ট ফেসবুক ডিলিট করে দেয়। (খুলেই দেখেন...)!
১২। এক গবেষনায় দেখা গেছে, ফেসবুক ব্যবহারকারীদের ৬০% তার পূর্ববর্তী ভালবাসার মানুষটিকে ফেসবুকের মাধ্যমে গোপনে লক্ষ্য রাখে (ভেরী কেয়ারফুল)!
২৬ শে জুন, ২০১৫ সকাল ৮:২৮
নীল আকাশ নদী বলেছেন: ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৫ রাত ১১:৩৪
ভুলে যাওয়া নাম বলেছেন: শুধু ভালোবাসার মানুষকে না শত্রুকে ও নজরে রাখে।