নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শখের বশে কবিতা লিখি..

ডাঃ প্রকাশ চন্দ্র রায়

* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *

ডাঃ প্রকাশ চন্দ্র রায় › বিস্তারিত পোস্টঃ

*অবিচল ফুল *

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৬

* প্রলুব্ধকর সুবাস ছড়ায় বিচিত্র সব ফুল,
রূপ তাদের পতঙ্গভুক আগুনের শিখা।
মধুখোর ভ্রমরকুলে পড়ে যায় হুলুস্থুল-
মধুলোভে হয়ে যায় মরণোন্মুখ পতঙ্গ সকলে;
সব ভুলে ঝাঁপিয়ে পড়ে মধুময় আগুনে ।
এত ভ্রমর মেরেও তবু অবিচল ফুল,
অমলিন হাসি তার লেগে থাকে মুখে;
মহাসুখে নাচে গায় জীবনের ফাল্গুনে ।
ফুলের লালিমা দেখেই দর্শক পাগল,
ভুলেও দেখে না তার অন্তরের নীল-
পানের আগে কে-ই বা বুঝে পানীয়ের মনোভাব ?
ঝিলমিল মরীচিকা তো তৃষ্ণার্তকেই ডাকে ।*

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪

কর্কট জাতক বলেছেন: ভালো লিখেছেন।
এই লাইন টা অস্পষ্ট লাগল, "পানের আগে কে-ই বা বুঝে পানীয়ের মনোভাব ?"

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১:৩৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জনা পানীয় তরল পান না করতেই বলতে পারবেন না তার স্বাদ কেমন? টক নাকি ঝাল, নাকি মিষ্টি । তেমনি রূপ দেখে যায় না বোঝা তার গুন। বিরহকালে পুরুষেরাই বেশি বিচলিত হয় ।

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৫৮

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লিখেছেন ।।

৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

নামহীন ভবঘুরে বলেছেন: তৃষ্ণা যে আমার মজ্জাগত, হাড়-মাংস সব পিপাসার্ত!!! কি করি বলুন কবি?

৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৫৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *মরীচিকার ডাকে সাড়া দিবেন না। যে নদী নিজেই এগিয়ে আসবে তার জলাঞ্জলি নিয়ে শুধু তারই জল পান করবেন ।*

৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

নামহীন ভবঘুরে বলেছেন: আজকাল তো সাড়া দিতেও ভয় হয়! গভীরে হিংস্র হাঙ্গর ওঁত পেতে নেই তো???

৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৪

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *একটু পরেই যে পোষ্ট পাঠাচ্ছি তা পড়ে সিদ্ধান্ত নিবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.