![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
* যাবো না নদীর কাছে কখনো কোনদিন
যদি না নদী স্বেচ্ছায়
আসে তার জল অঞ্জলি নিয়ে
পেরিয়ে যায় যাক চলমান ফাগুন-চৈত্রের অগুনে পুড়ে যাবে যাক জীবনের সবুজ
নদীর লাবণ্য মাখতে যাবো না কাছে
হাত পেতে নেবো না নদীর প্রসাদ ।
সব নদী বয়ে চলে সাগর অভিমুখে
সাগরের কি আর জলে অভাব ?
আমি খুঁজি এক উল্টোবহা নদী-যে নিজেই ছুটে আসবে তৃষ্ণার্তর কাছে
ভেজাবে ডোবাবে সৌম্যসুন্দর সুশীতল জলে
উদ্দীষ্ট তৃষ্ণার্তকে দিবে তার অস্তিত্ব উপহার ।
না পাই যদি এরূপ কোন নদী কোনদিন
অস্নাত-ই থেকে যাবো আমরণ ।*
২| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১৬
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *শুধু প্রশংসা করলেই চলবে না ভাই । ত্রুটি বিচ্যুতি গুলোও দেখিয়ে দিবে ন ।ধন্যবাদ ।
৩| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩
নামহীন ভবঘুরে বলেছেন: অস্নাত থেকে যাওয়া কি চাট্টিখানি কথা?
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *অস্নাত থাকাটা যদিও কঠিন কিন্তু কি করবেন, জলের ভাব না বুঝে তো আর যা তা জলে ঝাঁপ দে য়া যায় না । আগে জলকে চিনুন পরে মনকে ঢালুন ।
৪| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৬
লেখোয়াড়. বলেছেন:
প্রথম প্লাস প্রকাশবাবু।
কবিতার ভিতরে ভীষণ একটি কাহিনী আছে।
সেটাই আমার বেশি ভাল লাগল।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৩৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *শুধু কাহিনীই দেখলেন ভাইসাহেব-ভূল ত্রুটি কিছু ধরিয়ে দিলেন না, ভূল ভাল্ ধরিয়ে দিল খুব খুশি হব ।*ধন্যবাদ*
৫| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪
দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল লাগল
৬| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *শুধু ভাল লাগলেই চলবে না দাদা,কঠোর পর্যালোচনার দাবী জানাচ্ছি।আর্শীবাদ করবেন *
৭| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৬
নামহীন ভবঘুরে বলেছেন: জলে নামার আগেই বা ক্যামনে জলের মতিগতি বুঝব? জল লবণাক্ত নাকি স্বাদু তা কি দেখে চেনা যায়? এদিকে প্রাণটাও আইঢাই করছে।।।
০৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *আশপাশ থেকে জেনে শুনে বুঝে চিনে নিন,জলের রং বর্ণ অবস্থান পরিবেশ সর্ম্পকে জেনে শুনে সিদ্ধান্ত নিন ।*
৮| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৩
নামহীন ভবঘুরে বলেছেন: অতশত বিবেচনা কোনদিনই করিনি, আর পিপাসার ঠ্যালায় বিচারবুদ্ধি সব লোপ পেয়েছে।।।
৯| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৩
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *পিপাসার ঠ্যালায় পঙ্কিল জল পান করবেন না যেন*
১০| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৫৭
নামহীন ভবঘুরে বলেছেন: যে তৃষ্ণায় মানুষ নর্দমার কালো জল অঞ্জলিভরে পান করে, আমারও যে সেই তৃষ্ণা জেগেছে।।।
১১| ০৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সর্বনশ!তাড়াতাড়ি বাসায় একটা সুন্দরী টিউবওয়েল বসান ।
১২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৫২
নামহীন ভবঘুরে বলেছেন: ভালো বলেছেন! ভবঘুরের আবার সুন্দরী টিউবওয়েল!!! হাহ্! একফোঁটা জলই জোটেনা তায় আবার জলের ফোয়ারা!
ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখার বয়স পেরিয়ে এসেছি স্যার।।।
১৩| ১০ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:১০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: *বিশুদ্ধ জলও চান আবার টিউবওয়েলও বসাতে চান না ।তবে কি এই বয়সে অন্যের বদনা চুরি করতে যাবেন না কি ?*
১৪| ১০ ই ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:১২
নামহীন ভবঘুরে বলেছেন: সাধ আর সাধ্যের সমন্বয় করতে পারিনি বলেই তো এই দশা! আর চোর হলেও বোধহয় এতটা খারাপ দশা হত না।।।
©somewhere in net ltd.
১|
০৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৫২
প্রামানিক বলেছেন: সব নদী বয়ে চলে সাগর অভিমুখে
সাগরের কি আর জলে অভাব ?
চমৎকার কথামালা। ধন্যবাদ দাদা।