![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
না দেখে না ছুঁয়েই যে প্রেমাংশ জোটে
সুদুর হতে তাতেই তৃষ্ণা মেটাই অপাঙক্তেয় চাতক
পঙক্তিভূক্ত হওয়ার করি না প্রয়াস ।
সুদর্শন বনে যার নিত্য যাওয়া আসা
প্রগাঢ় ভালোবাসা- -তার সুরে সুর মিলানো অনুচিত প্রত্যাশা ।
উড়ে পাখি দুরে দুরে
গান গায় সুরে সুরে
তারে কি আর ধরতে পারে বামনাকার খোকা ?
যত উর্ধ্বেই উঠুক চিল ছুঁইতে পারে না সে আকাশের নীল
ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসে নীড়ে ।
তবুও ছাড়ে না আশা পুনরায় ছাড়ে বাসা
ডানা মেলে উড়ে চলে দুনির্বার আশায়
হায় চিল ! পারবে কি ধরতে নীল সহস্র চেষ্টায় ।
এভাবেই ক্ষয়ে যায় বরাদ্দ সময়
মধ্যাহ্ণ অপরাহ্ণ যায়......
সম্বিত ফিরে পায় অবশেষে সায়াহ্ণের ছায়ায় ।
নিঃস্তেজ আলোতে হায় -স্পষ্ট কিছুই নয়
কোন পথ সঠিক ছিল
কোন পথ ভুল কোন বৃক্ষে কন্টক ছিল কোন বৃক্ষে ফুল ? সব আশা ভালোবাসা আঁধারে হারায়।।********।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: তবুও ভালো যে আপনি সুন্দর বললেন । আপনাকে অসংখ্য ধন্যবাদ*
২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯
তার আর পর নেই… বলেছেন: ঠিক কবিতার মতো লাগেনি।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমিও তো আপনার মন্তব্য সঠিক বুঝতে পারলাম না ভাই। খোলসা করে বললে উপকৃত হতাম।
৩| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৮
কল্লোল পথিক বলেছেন: চমৎকার হয়েছে দাদা।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ কল্লোল ভাই। ভাল থাকুন ।
৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৬
তার আর পর নেই… বলেছেন: যে কোন কবিতা পড়ার সময় আমি আবৃত্তির মতো করেই বলি, তাতে কবিতার মতো লাগেনি। আপনি নিজেও তাই করে দেখতে পারেন।
কবি আল মাহমুদও তাই করতেন।
৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ঠিক বলেছেন ভাই। সব কবিতার ছন্দ মাত্রা একই সুরে রচিত হয় না সেজন্য আবৃত্তিকালে একই সুর তাল লয় উপস্থিত নাও হতে পারে । এটা হল দ্বি-মাত্রিক ছন্দে রচিত উপমা প্রধান রহস্যাবৃত কবিতা । যতদুর সম্ভব মাত্রা ছন্দ রক্ষা করেই রচনা করা হয়েছে । বাদ বাকী আপনাদের বিচারাধীন রইলো । নমঃস্কার ।
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১৪
বিজন রয় বলেছেন: কি রায়বাবু, খবর কি।
কবিতায় ++
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১১
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: রায় + রায় কি মিল হলো কবিতায় । এতদিন কোথায় লুকিয়ে ছিলেন। তাড়া তাড়ি মুখোশ খোলেন । আপনি কি আমাকে চিনতেন আমি কিন্তু চিনতে পারি নাই। নমঃস্কার।।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:১৮
বিজন রয় বলেছেন: হা হা হা , সময়ই সবকিছু বলে দেবে দাদা।
ধৈর্য্য ধরুন। সাথে থাকুন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সাথে তো আপনিই থাকবেন। আমি তো দীর্ঘদিন থেকে একাই আছি আপনিই নতুন এলেন ।।
৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৫:১৩
চাঁদগাজী বলেছেন:
" উড়ে পাখি দুরে দুরে
গান গায় সুরে সুরে
তারে কি আর ধরতে পারে বামনাকার খোকা ? "
-গানের পাখী বসেছিল, দু'দিন শাখার পর,
গান ফুরায়ে যাবে যবে, গানের কথাই মনে রবে,
পাখী তখন থাকবে নাকো, থাকবে পাখীর স্বর;
উড়বে তুমি, কাঁদবো আমি, দু:খের বালুচর।
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৩২
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: সেটাই ঠিক গাজী ভাই। পাখি উড়ে যাবে স্বর পড়ে রবে। এই স্বরেই আবার কাঁদায় বারোমাস ।
৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩২
প্রামানিক বলেছেন: যত উর্ধ্বেই উঠুক চিল ছুঁইতে পারে না সে আকাশের নীল
ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসে নীড়ে ।
বাস্তব সত্য কথাগুলোই কবিতায় তুলে ধরেছেন। ধন্যবাদ দাদা
২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৩:৪০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: কবিতা মানেই তো রঙিন সত্য ভাই । সত্যের উপড় কল্পনার রঙ । আপনি ক্যামন আছেন প্রামানিক ভাই,। আমি কয়েকদিন বাইরে ছিলাম। তাই কথাবার্তা ভালো হয় নাই । এখন চলবে । হরদম । ধন্যবাদ ।
১০| ২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪২
মধ্য রাতের আগন্তক বলেছেন: যতই ঊর্ধ্বে উঠুক চিল, ছুঁইতে পারে না সে আকাশের নীল ! দারুল লাগলো ।
২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৫
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমিও আপনার মন্তব্যে অত্যন্ত অনুপ্রাণিত হলাম। ধন্যবাদ শতবার।।
১১| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ২:১৫
ক্লান্ত রিয়াদ বলেছেন: "না দেখে না ছুঁয়েই যে প্রেমাংশ জোটে
সুদুর হতে তাতেই তৃষ্ণা মেটাই অপাঙক্তেয় চাতক
পঙক্তিভূক্ত হওয়ার করি না।"
লাইন গুলো কিছু কিছু ক্ষেএে বাস্তব ঘটনাবলির সাথে মিলে যায়।
পড়ে ভাল লাগল! সুস্থ থাকবেন।
৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আপনাকে আন্তরিক ধন্যবাদ যে স্বেচ্ছায় এসে এই প্রথম আমার ব্লগে সুমন্তব্য করে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলেন। আশা করি আবার উদয় হবেন আমার ব্লগে সুন্দর মন্তব্য নিয়ে।।।
১২| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:১৮
ক্লান্ত রিয়াদ বলেছেন: কেন নয়? অবশ্যই হবে। শুভকামনা নিবেন। ভাল থাকেন।
৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৪০
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: ধন্যবাদ রিয়াদ ভাই। সহানুভূতির সাথে সাহায্যদানের আশ্বস্ত করার জন্য।
©somewhere in net ltd.
১|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৯
প্রথম বাংলা বলেছেন: একটু কঠিন তবে সুন্দর