নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বাধীন দেশের স্বাধীন নাগরিক

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

ফিলিংস

মানুষ কে ঘৃনা করার অপরাধে অতীতে কাউকে কখনো মৃত্যুদন্ড দেয়া হয়নি। কিন্তু মানুষ কে ভালবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়তো হবে !!

ফিলিংস › বিস্তারিত পোস্টঃ

দিয়েগো মারাদোনার জন্মদিন আজ

৩০ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৩

কিংবদন্তি ফুটবলার দিয়েগো মারাদোনার জন্মদিন আজ। ৫২ তে পা রাখলেন ফুটবল ঈশ্বর। ১৯৮৬ সালে আর্জেন্টিনাকে প্রায় একাই জিতিয়েছিলেন বিশ্বকাপ শিরোপা। ক্লাব ক্যারিয়ারের সেরাদিনগুলো কেটেছে বার্সেলোনা আর নাপোলিতে।



কারো কাছে তিনি সাক্ষাৎ নরকের দূত, কারো কাছে ঈশ্বর। যেভাবেই দেখা হোক না কেনো, তাকে ছাড়া অপূর্নই থেকে যাবে ফুটবল। তিনি দিয়েগো মারাদোনা। জন্ম বুয়েনোস আইরেসের ভিয়া ফিয়োরিতোয়। দিনটা ৩০শে অক্টোবর, আর সাল ১৯৬০।



বহু মানবিক দোষে জর্জরিত এই মহাতারকা, সবুজ মাঠে নামলেই পালটে যেতেন। ত্রুটিপূর্ন এক সাধারণ যুবক থেকে হয়ে উঠতেন অমর শিল্পী। এখনো তার বাঁ-পায়ের ম্যাজিক টিকে আছে ভক্তদের মনে আর লাখো-কোটি ইউটিউব ভিডিওতে। সর্বকালের সেরার সম্মান, ফুটবলের সর্বোচ্চ সংস্থা তাকে দেয়নি বটে। কিন্তু ফ্যানদের ভোটে ঠিকই জিতেছিলেন এই খেতাব।



কোথায় শুরু এই জাদুর? কেমন করে তৈরী হলো মারাদোনা নামের এই গ্লোবাল ফেনোমেনা? ১৯৮৬ সালে বিশ্বমঞ্চে আবির্ভূত হন মারাদোনা। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা-ইংল্যান্ড। বছর তিনেক আগে মালভিনাস যুদ্ধে পমদের কাছে হারের ক্ষত তখনও তরতাজা আর্জেন্টাইনদের বুকে। হিসেব সমান করার দায়িত্ব নিলেন অধিনায়ক মারাদোনা।



একই ম্যাচে করলেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বিখ্যাত দুই গোল। প্রথমটি করলেন হাত দিয়ে। পিটার শিলটনকে বোকা বানানো এই কীর্তির নাম নিজেই দিলেন হ্যান্ড অফ গড।



দ্বিতীয় গোলটি ফুটবল মাঠে না হয়ে হতে পারতো, পিকাসো কিংবা দালির ক্যানভাসে। প্রায় আধডজন ইংলিশম্যানকে হতভম্ব করে গড়া মারাদোনার গোলটি যেকোনো ফুটবল পন্ডিতের কাছেই সর্বসেরা।



সেখান থেকেই শুরু এল দিয়েগোর অমরত্বের অভিযান। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের পর, নাপোলির হয়ে মাতালেন ইউরোপ।



উত্থানের পাশাপাশি অতলটাও দেখলেন। নব্বইয়ের বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার, ড্রাগ কেলেঙ্কারীতে ফুটবল থেকে নির্বাসন। ৯৪ বিশ্বকাপে ডোপ পাপের শাস্তি…ঈশ্বরকে বানিয়ে দিলো মর্ত্যের মানুষ।



ফুটবল ছাড়ার পর ২০০৯ সালে নেন আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব। পরের বছর বিশ্বকাপে ভরাডুবির হলে চলে আসেন মধ্যপ্রাচ্যে। এখনও চলছে তার কোচিং অধ্যায়।



ক্ষ্যাপাটে আচরন, ড্রাগ পাপ, অনিয়ন্ত্রিত জীবনযাপন ফুটিয়ে তোলে দিয়েগোর দূর্বল দিকগুলো আর তাকে আরও কাছাকাছি নিয়ে আসে মানুষের। প্রতি মুহুর্তে সামাজিক সীমাবদ্ধতাকে বুড়ো আঙ্গুল দেখানো মারাদোনা হয়ে ওঠেন দূর্বলের প্রতিবাদের স্বর।



নিন্দিত আর নন্দিত, নায়ক বা খলনায়ক…যে ইমেজই থাকুক না কেনো, শতবর্ষ পরও লাতিন আমেরিকা, এশিয়া, আফ্রিকা কিংবা বিশ্বের যেকোনো জায়গায় ফুটবল পায়ে যেকোনো কিশোর দ্য বিউটিফুল গেইমটা খেলতে চাইবে তার মত করেই। দিয়েগো মারাদোনার জাদুটা এখানেই।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.