নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট মতামত

আমি এক সাধারণ মানুষ

রাজ বিডি

আমি এক নতুন মানুষ নতুন আমার পথ সঠিক ভাবে হাঠতে চাই অজানা এই পথ

রাজ বিডি › বিস্তারিত পোস্টঃ

অকারণে এড

৩০ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:২৪

আমাদের, দেশী নাটক দেখার প্রতি অনীহার অন্যতম কারণ হলো; নাটকের মাঝে প্রচুর এড হয় … মেজাজই খারাপ হয়ে যায়



এর ফলে যেমন ভালো নির্মাতারাদের দুর্নাম হচ্ছে ... তেমনি দুর্নাম হচ্ছে চ্যানেলগুলোরও



তাই স্পন্সর, চ্যানেল আর নির্মাতা; এই তিন পার্টি বসে একটা বুদ্ধি বের করতে পারেন ... আপনারা এডগুলো, নাটকের ভিতরেই ঢুকিয়ে ফেলেন



... এড দিতে চান?? নাটকের স্ক্রিপ্টের মধ্যে সেটা টেকনিক্যালি ঢুকিয়ে ফেলেন;



যেমন, “দোস্ত কি বলছিস? এখনই তোর এসাইনমেন্টটা লাগবে? আমি তো বাসে... আচ্ছা ওয়েট এখনই এসাইনমেন্টটা বিকাশ করে দিচ্ছি”



'বিকাশে এসাইনমেন্টটা পাঠানো যায়?'



"যাবে না কেন? বিদ্যা বড় না টাকা বড়?"



... বা, কোমল পানীয়র এড দিতে চান? নাটকের স্ক্রিপ্টে তা টেকনিক্যালি ঢুকিয়ে ফেলেন;



“নায়ক দোকানে যেয়ে বলবে, এই একটা সেভেন আপ দেন তো... খবরদার অন্য কোনও ফাউল ড্রিঙ্কস ধরায়ে দিস না আবার”



... রিয়েল এস্টেট বা অন্য কোনও কোম্পানির এড দিতে চান?



সেই কোম্পানির অফিসের সামনে, নায়ক ভিলেনের মারামারি লাগিয়ে দেন... কতক্ষন আর মানুষ ঘুসাঘুসি দেখেবে...কোম্পানির লোগো চোখে পড়বেই পড়বে



... জুয়েলার্সের এড দিতে চান? নাটকের স্ক্রিপ্টে তা টেকনিক্যালি ঢুকিয়ে দিচ্ছেন না কেন এখনও?



(ক্রিং ক্রিং) ... “স্লামালিকুম আঙ্কেল, সুরভী বাসায় আছে?”



‘না রে মা, সে এই মাত্র তার মা কে নিয়ে করবী জুয়েলার্সের গেলো... বাসায় ফিরলে কল দিতে বলব... কেমন? ... হবে আসতে মনে হয় সময় লাগবে... একবার করবী জুয়েলার্সের গেলে আর আসার নাম নেই তাদের... আচ্ছা রাখি রে (খট)’



... চাইলে, নেগেটিভ মার্কেটিংও করা যাবে; নাটকের স্ক্রিপ্টে শুধু টেকনিক্যালি বসিয়ে দিলেই হবে



“দোস্ত দোস্ত মুড়ির টিন খুলবো... চাবিটা দে”



‘চাবি লাগবে না... আমার এই অমুক কোম্পানির সিম কার্ডটা নে... এটা দিয়ে কৌটা খুল... এটা কোনই কামের না’



...



সিরিয়াসলি... আমরা আসলেই নাটকের মাঝে এড দেখতে দেখতে বিরক্ত... আমাদের মা বউ’রা এমনি এমনি কিন্তু দেশী চ্যানেল বাদ দিয়ে বিদেশি চ্যানেল দেখে না



... আপনাদের দোষেই দেখে



এই মাসের প্রথম সপ্তাহে তো স্টার জলসা আর স্টার প্লাস বন্ধ হওয়ার কথা ছিলও... কিন্তু হলো তো না



তাই সবাইকে নাটকমূখি করার জন্য লাস্ট ট্রাইটা, এভাবে করে দেখতে পারেন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.