নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

শূন্যতা তোমাকে

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

শূন্যতা তোমার কোনো রঙ নেই কেন?
কেন তুমি বর্ণহীন?
কি বিচিত্র কি মলিনতা তোমার!
কি অপরিসীম ব্যথা তোমার গায়ে,
এক পৃথিবী ভার তোমার শরীরে ??
যে বহন করেছে তোমাকে সে জানে,
সে পথিক জানে।

বর্ণীল হও শূন্যতা! গায়ে রঙ মাখো!
লাল নীল যেকোনো,
জেনে যাক দুষ্ট গ্রহ -
যত দুঃখ ধারণ করেছে মানব ,
তার অর্ধেক জুড়ে ছিল শূন্যতা।
পৃথিবী নামক গ্রহ জেনে যাক
আজ-
নিঃসঙ্গ মানুষের শরীর জুড়ে
কতটা মানুষ,কতটা শূন্যতা!

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ছবিটা প্রথমে দিতেন তাহলে ভাল হত কবিতা ভাল লেগেছে

২| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩২

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ চমৎকার লাগল।

৩| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৪৪

আরাফআহনাফ বলেছেন: "যে বহন করেছে তোমাকে সে জানে,
সে পথিক জানে। "

ভালো লাগলো।
ভালো থাকুন - কবিতাদের সাথে থাকুন।

৪| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:৪১

রৌদ্র নীল বলেছেন: ভাই আমি নতুন তো ।তাই ভালো করে বুঝিনি । ধন্যবাদ সোহেল ভাই।

৫| ২৫ শে মার্চ, ২০১৬ রাত ১:৪৪

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আজাদ ভাই ও আহনাফ ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.