নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

প্রতীক্ষা

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩১


তোমার অপেক্ষায় আর কতকাল থাকবো
সীমন্তিনী??
পলাশের বনে কত শতাব্দী বয়ে যায়,
কত জোছনা বিষ্ন্ন হয়,
কত শেষ বিকেলের রোদের বাধ ভাঙে,
শুধু তোমার দেখা মিলে না,
এখানে এইখানে।
জীবন তোরণে দাড়িয়ে থাকে ,
অপরের বারঙ্গনা,অপরের প্রেয়সীর দল,
বুক দেখিয়ে বলে,আমাকে ভালোবাসো।
বিষাক্ত ঠোঁট মেলে জানান দেয়,
কত সুরভী ধারণ করেছে ওই ঠোঁটে !
কাছে যাই ভুল করি,সহসা বুঝতে পারি-
ও ঠোঁটে নোনা মেয়েমানুষের গন্ধ;
কী বিষাক্ত দংশন ওদের!
কত নদী সাগর হলো,
কত মেঘ বৃষ্টি হলো,
নীল লোহিত ক্ষতে ভরে ওঠলো কত বঞ্চিত প্রেমিকের বুক,
কত সহস্র আকাশ হলো পিঙ্গল বর্ণে বর্ণা,
তবু তুমি এলে না,
অশ্বথ বটের শিকড় বেয়ে প্রশান্তির রাত্রি হয়ে,
ধানের ক্ষেতে চপল ছেলেমানুষি বাতাস হয়ে,
দিশেহারা নাবিকের পথ হয়ে,
এলে না তুমি,এলে না।
সীমন্তিনী-
আর কত ভুলে মানুষ শোধরাতে শিখে?
কত রক্তক্ষরণে পায় শুদ্ধতম মানুষের রাজটীকা?
প্রতীক্ষায় আছি শুদ্ধ হতে-
সহস্র হিমশীতল রাত পাড়ি দিয়ে পৃথিবী নামক হিমাগারে ,
নিঃসঙ্গ দেবদারু হয়ে;
শুধু তোমার শুদ্ধতম ছোঁয়া পেতে-
তোমার কি সময় হবে?
আজ,কাল অথবা কখনো???

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.