![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-এতদিন কোথায় ছিলেন?
-বাতাস হতে চেয়েছিলাম ।তাই গিয়েছিলাম বাতাসের কাছে।
-তাই বুঝি?..তা পারলেন বাতাস হতে?
-না ওদের দলে নিলো না।
- কেনো?..নিলো না কেনো?..
-একবুক দুঃখ নিয়ে বাতাস হওয়া যায় না। বাতাসের বুকে থাকে শূন্যতা।...শুধুই শূন্যতা ।
-বাতাস বুঝি তাই বলে দিলো?
-হুম।অনেকটা তাই...
-তো এখন কি করবেন?
-শূন্য হবো ।মানুষ থেকে শূন্য।
-আপনি একটা পাগল
..(মুঠোফোনের ওপ্রান্তে খিলখিল হাসির শব্দ শোনা যায় ।সে হাসি তরঙ্গ হয়ে ভাসে ।সেই বাতাসের বুকে ।।যে বাতাসে স্থান হয় না আমাদের রঙ বেরঙের কষ্টের।এ বাতাস লীলাবতীদের ।তাদের হাসিকে লালন করে ।এ বাতাস কখনোই আমাদের ছিলো না ।কখনোই না ।.....)
২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭
রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮
দইজ্জার তুআন বলেছেন: ++++++++++