নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

কাফেরের মেয়ে

২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১০



আমি কখনো জোছনাকে ভালোবাসিনি,
রাতের বুক থেকে নেইনি মাদকতার আস্বাদন,
আর চোখে চোখ রেখে ছুঁতে হয় কিভাবে করতল,
তাও শিখিনি আগে,
এসব দিনরাত্রি ভালোবাসার ঘুনপোকাদের জীবনী পাঠ
শুনিয়েছিল যে-
সে ছিল শুধু তুমি;
কাফেরের মেয়ে।
আবার দুঃখের অকালবোধন কিংবা
নিঃসঙ্গতার চোখ বেয়ে শূন্যতার অশ্রুপাত
তার মূলেও তুমি
কাফেরের মেয়ে।
মুদ্রার এপিঠে ভালোবাসার সমুদ্র
অন্যদিকে রচনা করেছ যোজন যোজন ব্যবধান,
সে ব্যবধানের কৃষ্ণগহ্বরে হারিয়েছি আমরা
ধীরে ধীরে গড়ে উঠেছে অবিশ্বাসের ঘর
ক্রম বর্ধমান আজ ধর্মের দেয়াল
কাফেরের মেয়ে-
দেয়ালে চোখ রেখে দেখ,
শূন্যতার চারাগাছ জেগে উঠেছে চারদিক
মাথা খুঁড়ে মরে আমাদের ভালোবাসা সেখানে,
ধর্মের দেয়ালে আজ ভালোবাসা যেন
খামখেয়ালির ছাপচিত্র ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২২

জায়গীরদার বলেছেন: ভালো লাগলো

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ ভাই ।

২| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ লিখেছেন। +

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৩| ২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৪

বিজন রয় বলেছেন: দারুন।
+++

২৬ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩০

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ বিজনদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.