নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

C/O সীমন্তিনী

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৩



সীমন্তিনী-
তুই কি জানিস অপ্রাপ্তিতেই ভালোবাসার সার্থকতা ?
জগতের অমর কাব্য সব অপ্রাপ্তি থেকে।
প্রাপ্তির ঘরে যারা ছিলো কতটুকু সার্থক তারা ?বল কতটুকু ?
তাদের সোনালী সেই প্রেমের দিনে কি দেখা স্বপ্ন ফিকে হয়ে যায়নি?
আটপৌরে সংসারের ফাদে পড়ে সেসব স্বপ্ন কাদে।
কান পেতে শোন সেসব প্রৌঢ় প্রেমিক প্রেমিকার সংসারে চলে স্বপ্নের ব্যবচ্ছেদ।
সত্য কথা বলি..আমার কোলবালিশ জড়িয়ে ধরে যতটুকু তোর দেহের উষ্ণতা অনুভব করি..দিনের পর দিন একই ছাদের তলায় শুয়েও তাদের মাঝে নেই সেই অনুভূতি ।পুতুলের সাথে বসবাস।

সীমন্তিনী,
তবে এই কি ভালো নয়?
তবে আরেকটি অপ্রাপ্তির গল্প লিখি আমরা দুজনে।পূর্নতা পাক ভালোবাসা।কেউ না জানুক আমরা তো জানবো আমরা ছিলাম একবিংশ শতাব্দীর রোমিও জুলিয়েট।তুই বিহঙ্গের মত উড়ে যাবি আমার পৃথিবীর আকাশে ।আমি ধরিত্রীর মত বুক মেলে থাকবো ।সে মাটির বুকে পড়বো এই নীলপরীর ছায়া ।অপ্রাপ্তির কাঠফাটা রোদে চৌচির হবে সে বুক ।বাতাসে মিলিয়ে যাবে আমার বাষ্পায়িত কান্না ।সে বাতাস হয়ত কখনো ছুয়ে যাবে কোনো এক শেষ বিকেলের আলো ঝরা তোর চুলে।অথবা বিভ্রান্ত কোনো এক জোছনায় তোর রক্তিম গালে ।আর ফিসফিস করে তোর কানে বলে যাবে -আহারে আহারে।.......এমন যদি হয়,জেনে রাখিস ......সে কেউ নয় ।কেউ নয় ।সেই উপেক্ষিত আমি।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৩:২১

রিপি বলেছেন:
সীমন্তিনী-
তুই কি জানিস অপ্রাপ্তিতেই ভালোবাসার সার্থকতা ?
জগতের অমর কাব্য সব অপ্রাপ্তি থেকে।


এই দুটো লাইনেই যেন সব বলে দেয়..... আবেগি হতে চাইনা আর তবুও কিছু লেখা পড়লে মাথা আর ঠিক থাকেনা। অনেক ভালোলাগা রইল কবিতায়।

২| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৩

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.