নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

কষ্ট মানবী

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৩:০১



যেদিন থেকে তোমাকে ভালোবেসেছি,
সেদিন হতে প্রিয়তমা জেনেছি
আমার কষ্টের উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি!

কে বলেছে কষ্টের রঙ নীল?
তোমাকে ভালোবেসে জেনেছি
আমার কষ্টের গায়ের রঙ উজ্জ্বল শ্যামবর্ণ ।
সে শুধু আমার বুকে বাস করে তা নয়,
আরো যুবকের স্পন্দন সে কষ্ট-
শুধু তোমাকে ভালোবেসে বুঝেছি।

প্রিয়তমা
যেদিন থেকে তোমাকে ভালোবেসেছি ,
জেনেছি আমার কষ্টের একটা নাম আছে ।
তার আছে মানবিক অবয়ব -
যার সৌন্দর্য বৃদ্ধি আমার যন্ত্রণা সমানুপাতিক
আমার কষ্ট হাসতে জানে ,
কাদতে জানে খুব ফুপিয়ে
আচল উড়িয়ে ছুটতে জানে ।
শুধু তোমাকেই ভালোবেসে জেনেছি
আমার কষ্ট বাস করে না আমার বুকে,
তার বিচরণ -
এই শহরের কোনো গলির ইট পাথরে ।
ইট পাথরে.........

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৫:০৭

ভবোঘুরে বাউল বলেছেন: একটানা কয়েকবার পড়ে ফেলেছি। অসাধারণ অনুভূতি। খুব ভালো লেগেছে।

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৪

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ ভাই ।আমার জন্য আপনার মন্তব্য inspiration...

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৩৪

কি করি আজ ভেবে না পাই বলেছেন: কবিতা বুঝিনে অত
নেই ঘটে মশলা;
লেখনীর সে কি ধার
প্রেম ঝরে পশলা।

বহুদিন পরে পড়ে
প্রেমের এই কবিতা;
জাগলো জোয়ার বুকে
ভালো লাগে খুবি তা।

ভুলেইতো গিয়েছিনু
হৃদয় আছে আমারো;
প্রেম ছিলো সেথা কভু
প্রেমিকা ছিলো হাজারো।;)

খিটমিটে জীবনের
বাস্তবতার ফাঁদে;
হারিয়েছে প্রেম কবে
তা ভেবে এ মন কাঁদে। |-)

আসলেই তুমি কবি
জাগিয়েছো অনুভূতি;
ফের ভাবি প্রেমে পড়ে
যাই ভেসে,কি বা ক্ষতি?:)

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৭

রৌদ্র নীল বলেছেন: আপনার কবিতা পড়ে কি বলি আজ ভেবে না পাই । সুন্দর ।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮

বিজন রয় বলেছেন: ভাল লাগল।
মিষ্টি প্রেমের কবিতা।
+++

মেয়েটির কপালে টিপটি লাল করে দিবেন?

২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ বিজনদা ।আচ্ছা করে দিবো

৪| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৮

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল

৫| ২৭ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ সুমনদা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.