নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

প্রকৃতি ও ভালোবাসা

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৩



আমাদের প্রেম হার মানাতো কোন অমর গাঁথা,
যদি থাকতো শব্দের বুননে।
আমাদের কথার ইন্দ্রজাল,
খুনসুটি সব হয়ে যেত মহাকাব্য;
মুখে মুখে ফিরতো মানুষের, হাজার বছর ধরে!
গান বাঁধত হয়ত শব্দভুক গীতিকারের দল,
কিন্তু দেখো তা কারো চোখে পড়েনি-
হয়নি যা হতে পারত
চেপে গিয়েছি;আমি তুমি দুজনে-
প্রকাশিত হয়েছিল দীর্ঘশ্বাস হয়ে!
তবু কস্তরীর ঘ্রাণ কি বলো চেপে রেখে যায়?
সাইরেনের শব্দের মত তা দুর দুরান্তে পড়ে ছড়িয়ে,
আমাদের প্রেম ও চাপা পড়েনি মিথ্যার ভিড়ে।
গ্রাস করতে পারেনি শব্দভুকের দল,
সেই প্রেম জমা পড়েছে পাহাড়ের ঢালে,
সমুদ্রের গর্জনে
শত বছরের মেঘদলে
নদীর কুলু কুলু কলতানে
আর বাতাসের চাপা দীর্ঘশ্বাসে ।
কখনো সে প্রেম ছাপিয়ে উঠেছে নদীর প্রান্তর,
বন্যায় ভেসে গিয়েছে দেশ ।
শুধু আমরাই জানি,
প্রতিটি বিন্দু জলধারা ওগুলো আমাদের ভালোবাসা।
কখনো সে প্রেম উন্মোচিত হয়েছে চাঁদ হয়ে জোছনার রাতে,
নির্বোধ পৃথিবীবাসী চিত্‍কার করে
,'দেখ দেখ কি অসহ্য জোছনা' বলে।
আমরা জানি এতো আমাদের ই প্রেমের প্রগাঢ়তা ,আমাদের ভালোবাসা
যার গল্প প্রকৃতি লিখে চলে পরতে পরতে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৭

বিজন রয় বলেছেন: প্রতিটি বিন্দু জলধারা ওগুলো আমাদের ভালোবাসা।

সুন্দর।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ দাদা

২| ২৮ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

আরজু পনি বলেছেন:

কবিতা থেকে কস্তুরীর ঘ্রাণ পাচ্ছি যেনো...

শুভকামনা রইল।
নিকটা খুব সুন্দর ।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.