নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

চাওয়া শুধু এইতো

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

আবার তুমি সঙ্গে রবে,
আকাশ ভেঙে বৃষ্টি হবে!
ভিজবো দুজন অবিরত
একজোড়া এক কাকের মত
চাওয়া ছিল এই তো..
এই তো....
তুমি আছো গাল ফুলিয়ে,
আমিও আছি ;
আগের মতন,
অশ্রুসজল
সেই তো..সেই তো।
আবার তুমি বসবে পাশে,
খোলামাঠে সবুজ ঘাসে!
হাতের ওপর হাতটি রবে,
তোমার চুলের অন্ধকারে
সূযি্যমামার অস্ত হবে।
চাওয়া ছিল এই তো..
এই তো..
তুমি আছো রাণীর বেশে,
আমি আজো প্রজা সেজে ,
হয়না কিছু সেই তো...
সেই তো।
চৈতালী এক জোছনা রাতে,
মৌরী ফুলের গন্ধ মেখে !
রাত পেরুবে চুপিসারে ,
গোপন কোনো অভিসারে -
কথা ছিল এই তো ...
এই তো ..
তুমিও আছো, আমিও আছি ;
নেইকো তবু পাশাপাশি ,
জোছনা হলো চন্দ্রাহত-
আগের মত সেই তো
সেই তো ।

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনবদ্য। অনেক মুগ্ধতা।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই

২| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৩

তাসলিমা আক্তার বলেছেন: সহজ সরল প্রেমের কবিতা। ভালো লাগলো।

৩০ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৩

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৩| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৪

জুন বলেছেন: তুমিও আছো, আমিও আছি ;
নেইকো তবু পাশাপাশি ,

+

৩০ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫২

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৫

ফারিহা নোভা বলেছেন: সুন্দর কবিতায় ভাল লাগা রইল।

৩০ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫৫

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ । ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.