নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

একাকী হৃদয়ের দ্বারে

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:১৪



১.
আমি আসলে একা নই,
সত্যিটা হলো -একাকীত্বের সাথে ঘর বেঁধেছি আমি।

২.
যদি স্রষ্টা কখনো সূর্যকে পাঠায় ছুটিতে,
সেদিন জনে জনে জেনে যাবে তুমি কতটা প্রখর,
কতটা তেজস্বিনী(সূর্যের থেকেও)
হায় যা শুধু আমিই দেখেছি!

৩.
মন তো এক শূন্য দেয়াল,
পুরোনো হয়ে গেছে অনেকদিনের -
তিক্ততা আর খরায় গড়ে উঠেছে তার ভিত,
খোদাই করে দাও তোমার নাম তার গায়ে
তবু নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করো না আর।

৪.
সাবধানে তাকে ছুঁয়ে দেখো,
সূক্ষ্ম সুতার বুননে সারিয়ে তোলো তার ক্ষত
আর চিড়ে ফেলো না তার পাড়(তোমার অসাবধানতায়)
তার ভেজা শরীর নিংড়ে দেখো অতঃপর-
শুধু একটি পুরোনো শার্ট মনে হলে ও তোমার কাছে
সে আমার হৃদয়,আমার রক্তভেজা হৃদয়।

৫.
জেনে রাখো দাম্ভিক মেয়ে,
স্বাধীন দেশের পতাকার মত ই তুমি জাজ্বল্যমান
উড়ে চলেছো আমার হৃদয়ে!

৬.
কার বুকে কে মাথা রেখে কাঁদে?
উত্তর চাও উন্নাসিক?
জিজ্ঞেস করো ,ঐ কান্না ভেজা শার্টকে
নিরেট উত্তর পাবে,একদম সোজাসাপটা ।

( অনুবাদিত ইরাকী কবি আব্বুদ আল জাবিরির-'আলা বাব্ উল কালবু ওয়াহিদি' কবিতা অবলম্বনে)

মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৫

রিপি বলেছেন:
ভালো লাগলো আপনার অনুবাদ করা অনুকাব্যগুলো।


মন তো এক শূন্য দেয়াল,
পুরোনো হয়ে গেছে অনেকদিনের -
তিক্ততা আর খরায় গড়ে উঠেছে তার ভিত,
খোদাই করে দাও তোমার নাম তার গায়ে
তবু নখের আঁচড়ে ক্ষত বিক্ষত করো না আর।


এটা আমার কাচে বেশী ভালো লেগেছে।

৩০ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫০

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

দেলোয়ার হোসেন শরিফ বলেছেন: অনেক সুন্দর..

৩০ শে মার্চ, ২০১৬ ভোর ৬:৫০

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ শরীফ ভাই

৩| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অনুবাদ কবিতা ভালো লাগলো, বিশেষ করে,

আমি আসলে একা নই,
সত্যিটা হলো -একাকীত্বের সাথে ঘর বেঁধেছি আমি।

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১২

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ ভাই ।

৪| ৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ সুমনদা

৫| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো হয়েছে।

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ

৬| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৫৬

দৃষ্টিসীমানা বলেছেন: অনেক ভাল লাগল ।

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১৪

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ ।

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৫

রাজসোহান বলেছেন: জেনে রাখো দাম্ভিক মেয়ে,
স্বাধীন দেশের পতাকার মতই তুমি জাজ্বল্যমান
উড়ে চলেছো আমার হৃদয়ে!

জোশ ছিলো!

৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০০

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৯| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:১৮

ফরিদ আহমাদ বলেছেন: যদি স্রষ্টা কখনো সূর্যকে পাঠায় ছুটিতে,
সেদিন জনে জনে জেনে যাবে তুমি কতটা প্রখর,
কতটা তেজস্বিনী(সূর্যের থেকেও)
হায় যা শুধু আমিই দেখেছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.