নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসার শেষকৃত্য

০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১১:০১


আমাদের ভালোবাসা ঘিরে কৃষ্ণপক্ষ জড়িয়ে আছে,
তার মাঝে ধ্রুপদী অস্পষ্টতার দেয়াল,
'কে কতটুকু ভালোবেসেছিল?'
এ হিসেব অর্থহীন তাই ।
কতটুকু রক্তক্ষরণ হয়েছিল
হৃদয়ে হৃদয়ে?
অথবা কষ্টের বীজ থেকে অভিমানের চারাগাছ লালন করেছিল কে আগে?
আর কার অশ্রুতে লেখা হয়েছিল দুঃখের মহাকাব্য?
কোন শাপান্ত বাস্তবতায় রূপ নিয়েছিল এই প্রেম প্রেম খেলা শেষে?
কিংবা কে কাকে ছেড়ে গিয়েছিল আগে?
বিশ্বাস করো কোনো লাভ নেই।
এ হিসেব কখনোই মেলেনি পৃথিবীর কোনো প্রেমে!

তাই রয়ে যাক এরা আমাদের মাথামোটা হিসেবের খাতায়।
যে ভালোবাসা পূণর্তা পায়নি
মাতৃগর্ভে ই হয়েছে বিনষ্ট,
তার জন্যে এতো হিসেব কেন?
শেষ হতে দাও,
এই ভালোবাসার শেষকৃত্যের অযথা দীর্ঘায়ন।
যুক্তিহীন অপরের দোষ খুঁজে
নিজেকে ব্যর্থ প্রবোধ দেয়ার প্রয়াস আর কত?

শুচিস্মিতা-
তারচেয়ে বরং অস্পষ্টতার কাফনে মোড়া হয়েছে যে ভালোবাসা,
পুঁতে ফেলো তার শবদেহ।
শান্তিতে থাকতে দাও চির অসুখী স্মৃতিগুলোকে,
ভালো থাকুক আমাদের অপরিণামদর্শী ভালোবাসা ।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

বিজন রয় বলেছেন: বিশ্বাস করো কোনো লাভ নেই।
এ হিসেব কখনোই মেলেনি পৃথিবীর কোনো প্রেমে!

অসম্ভব সাত্যি কথা।
অনেক ভাল লাগল কবিতা।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ দাদা

২| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৩২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৪

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ

৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৯:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: দারুণ কথামালা।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:১৫

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.