নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

নীরার উনিশটি তিল

০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৪:৪৬



নীরা-
এখনো কি তোমার শহরের কোনো এক রাস্তার ধারে,
কাকডাকা ভোরে,
কেউ দাঁড়িয়ে থাকে তোমার অপেক্ষায়-
তুমি এই পথে আসবে বলে,
ভালোবাসার শীতলপাটি বিছিয়ে দেয় কি কোনো নব্য প্রেমিক?
তোমার ঠোঁট কি নতুন করে সেজে ওঠে -
প্রাক্তন প্রেমিকের চুম্বন ক্লেদ মুছে?
নব্য প্রেমিকের চুম্বনে কি আবারো কেঁপে ওঠে থরথর?
কারো স্পর্শে তোমার চকিত হৃদয় কি সাইমুম ঝড় তোলে এখনো?

নীরা!
হয়ত দিব্যি সুখেই আছো-
নতুন করে উন্মোচন করে চলেছে তোমাকে নব্য প্রেমিক,
আবিষ্কার করে চলেছে তোমার দেহের মানচিত্র !
আর আমি?
করে যাই বিষাক্ত স্মৃতি রোমন্থন আর গুণে চলি শয়নে স্বপনে-
কল্পিত জাগরণে,
তোমার দেহে লুক্কায়িত একটি দুটি করে উনিশটি তিল!

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:০০

আব্দুল্লাহ সিয়াম বলেছেন: অনেক ভাল লাগল।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫১

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ০২ রা এপ্রিল, ২০১৬ ভোর ৫:৩২

রিপি বলেছেন: আরে বাহ। নীরারা পারেও বটে!!! সাথে প্রেমিকরাও কম না। গুনে গুনে ১৯ টা তিল !!! :D
ভালো লাগলো।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০১

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ । মজার ব্যাপার হলো আইডিয়াটা আসে আমাদের এক বন্ধুর প্রাক্তন প্রেমিকার গল্প হতে । বেচারা কোন ছেলেকে যেন গল্পের ছলে তিলের কথা বলেছিল ।তারপর ডিপার্টমেন্টে ছড়িয়ে যায়।পরবর্তীতে সবাই ওকে রাগাতো এটা বলে ।
:p


৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৭:১১

দুখু বাঙাল বলেছেন: হাহাকার!

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২

রৌদ্র নীল বলেছেন: সত্যিই

৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৬

মিখু বলেছেন: ভাল লাগল।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৩

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৫| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪০

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৪

রৌদ্র নীল বলেছেন: দাদা ধন্যবাদ আপনাকে ।আরো ভালো লেখার চেষ্টা করবো।

৬| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৭

শায়মা বলেছেন: নীরার জন্য দুঃখ কবিতা। মনটা একটু খারাপ হলো!:(

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬

রৌদ্র নীল বলেছেন: মন খারাপের জন্য দুঃখিত ।ধন্যবাদ আপনাকে ।

৭| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: নীরা ট্র্যাজেডি ভালোই লাগলো।

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৭

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই ।

৮| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০

বিজন রয় বলেছেন: ভালবাসা চিরদিন কাঁদায়।

অনেক ভাল লেগেছে।
+++

০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ বিজনদা ।

৯| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লেগেছে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ ।

১০| ০২ রা এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪১

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লাগল

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

১১| ০২ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৪

কানিজ রিনা বলেছেন: কোন পারকে বসে তিল গুনেছিলেন তবু
নীরা ভুললনা। নীরারা তিলগুনাতেই বেশী
পছন্দ করে।

০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ২:০৮

রৌদ্র নীল বলেছেন: হাহাহা। এই কবিতার চরিত্রের সাথে বাস্তব কোনো নারীর সম্পর্ক নেই ।ধন্যবাদ আপনাকে ।

১২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

রাজসোহান বলেছেন: কবিতায় প্লাস, দ্বিতীয় প্যারাটা চমৎকার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.