নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ন রাত্রি আমার

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪২



বিষণ্ন এই রাত্রি প্রলম্বিত হয়
উপচে পড়ে পানপাত্র বেয়ে
গলিত দুঃখ।
পথ রোধ করে দাঁড়ায় অন্ধকার,
মনে করিয়ে দেয় কবেকার কোন্ কথা
নামহীন এক ছেলে হাত ধরেছিল এক অনামিকার হাত
ভালোবাসার কথা জানিয়েছিল
কানে কানে ।

তারা ছিল হয়ত পাশাপাশি
অতঃপর,
ক্ষণিকের বিজলীর মত মিশে গেছে মেঘের ওপারে
প্রতিশ্রুত ভালোবাসা,
সেখানে দম্ভভরে দাঁড়িয়ে আছে অবিশ্বাস
ঘৃণা আর নীরব অশ্রুপাত।

বিষণ্নতায় ই যে প্রেমিকের অস্ত্র,
রাত্রি ই তার শ্রেষ্ঠ প্রেমিকা ।
তাই বেড়ে উঠো রাত্রি সদ্য কিশোরীর মত,
নবজন্ম হোক বারংবার তোমার।
ছুঁয়ে দাও বিরহীর ঠোঁট, চুম্বনে চুম্বনে জন্ম নিক কৃষ্ণপক্ষ!
দুঃখমুক্তি হোক আমার।

ভয় কিসের?
তুমি তো দিনের আলোর মত প্রবঞ্চক
নও,
সফলদের সাথে যার আঁতাত-
এ বিষণ্ন রাত্রি শুধু চিনে ব্যর্থদের,
পরম মমতায় বুকে টেনে নেয়
লিখে রাখে সযতনে; মহাকালের বুকে,
আমাদের ব্যর্থতার ইতিহাস।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:২১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: লেখায় বেশ গভীরতা আছে। কিছুটা ভিন্ন স্বাদ পেলাম। ভালো লাগলো।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫২

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ শামীম ভাই ।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: প্রতিটা লাইন মুগ্ধকর।
খুব বেশি ভাল লাগলো।
অনিঃশেষ শুভকামনা জানবেন

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৩

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ ।আপনাকেও অনেক শুভকামনা রইলো।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১২:২০

রিপি বলেছেন:
আপনার কবিতা গুলো পড়তে আমার বেশ ভালোই লাগে। চমৎকার হয়েছে ।

বিষণ্নতায় ই যে প্রেমিকের অস্ত্র,
রাত্রি ই তার শ্রেষ্ঠ প্রেমিকা ।


বাহ দারুন কথামালা।

০৪ ঠা এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৫

রৌদ্র নীল বলেছেন: আপনার ভালো লাগে জেনে আনন্দিত হলাম । ধন্যবাদ আপনাকে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.