নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

অচ্ছুতের অভিশাপ

০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮



আমিই সেই অচ্ছুত-
প্রথম চুম্বন তোমার চকিত ঠোঁটের,
যে এঁকে দিয়েছিল তোমার বুকে ভালোবাসার দাগ ।
আমিই সেই অচ্ছুত-
যে তোমাকে শিখিয়েছে ঝাঁ ঝাঁ রোদে ছুটে চলা,
ধীরে ধীরে হয়ে ওঠা মুক্ত আকাশের বিহঙ্গ।
আমিই সেই অচ্ছুত্‍-
যে তোমাকে দীক্ষা দিয়েছে ভালোবাসার আর তার শরীরী ভাষার ,
দেখিয়েছে মুগ্ধতার প্রথম পাঠ।
আমিই সেই অচ্ছুত-
যে ছিল তোমার প্রথম উত্তেজনা আর রক্ত কণার ছলকে উঠা আন্দোলন ।
আমার অপবিত্র সত্তা হতে মুক্তি পেতে গঙ্গা স্নান করতে ই পারো,
যেতে পারো পুণ্যভূমি তীর্থস্থান।
ধুয়ে ফেলতে পারো আমার স্পর্শ-
শোন উন্নাসিক,
কিন্তু আমার স্মৃতি মুছে ফেলার মত গঙ্গাজল এ পৃখিবীর বুকে নেই-
গ্যাংরিন হয়ে উঠুক তারা,
হয়ে উঠুক তোমার অসুস্থ মনের দগদগে ঘা-
আর সেই দুগর্ন্ধ ছড়িয়ে পড়ুক পৃথিবী নামক গ্রহে।
যন্ত্রণায় পর্যবসিত হও তুমি,ধিক্কার দিক সব ,
এ এক অচ্ছুতের অভিশাপ ।

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

রাজসোহান বলেছেন: প্রতিবাদী কবিতা :-*

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫০

রৌদ্র নীল বলেছেন: হাহাহা ।ধন্যবাদ আপনাকে ।

২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

আমিই মিসির আলী বলেছেন: কবিতা ভালো লাগিলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ মিসির আলী ভাই ।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

এন.আর মাহমুদ বলেছেন: ভাল লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ ভাই ।

৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৩

বিজন রয় বলেছেন: অনবদ্য।
দারুন।
+++

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ বিজনদা

৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৯

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ সুমনদা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.