নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

ডানা ভাঙার উপাখ্যান

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৫


এমনি এক ঝড়ের রাতে
এক ষোড়শী-
কুসুম গরম ঠোঁটের উপর ঠোঁট রেখে যে;
বলেছিল -
আমার পোষা পাখি হবে?

বুনো পাখি- ঘর বাধতে;
আদর-পোষা পাখি হতে,
হাত ছুয়েছি,
বুক ছুয়েছি
দুরুদুরু কাঁপন হতে।
আর দেখেছি -
বুকের খাঁচায় বন্দী হয়ে,
চোখের কোণে-
হাজার ফোঁটা অশ্রু নিয়ে।

বলতে পারো? সুখ পেয়েছে -
কোনো পাখি ;
পরাধীনতার শৃঙ্খলেতে?
কে পেরেছে? কোন সে কবে?
বনের পাখি পোষ মানাতে?

নাম না জানা হে ষোড়শী;
বনের পাখি পোষ মানাতে
ব্যর্থ হয়ে -জ্বালিয়ে দিলে?
নীলচে ডানা;
বাঁধ না মানা -
আগুন দিয়ে পুড়িয়ে দিলে?

পোড়া ডানা পাখিটি
আজ ঘুরে বেড়ায়;
আকাশ পাড়ির স্বপ্ন নিয়ে;
মনের মাঝে দ্রোহের আগুন
তুমিও পোড়ো আত্মগ্লানির-
নীল অনলে; নীল অনলে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬

রিপি বলেছেন:
বাহ! ভালো হয়েছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৬

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০০

মানসী বলেছেন: এই কবিতাগুলোর জন্যই নিশাচর পাখি হয়েছি। রাতের পর রাত জেগে থাকি।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৮

রৌদ্র নীল বলেছেন: কবিতার থেকে প্রশংসাটাই বেশি সুন্দর হয়ে গেলো ।ধন্যবাদ আপনাকে ।

৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:২৪

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর।

০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪৯

রৌদ্র নীল বলেছেন: ধন্যবাদ আপনাকে ।

৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: এপিক!

৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । ভাল লেগেছে ।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩০

দইজ্জার তুআন বলেছেন: ভালো লাগা+++++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.