নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ তোমার জন্যে বাবা

১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৩



জায়নামাজটা তেমনি আছে,
বিপদে না পড়লে কেউ পাশে ঘেঁষে না ওর,
চশমার কাঁচে ফাটল ধরেছে হয়তো
নিছক অসাবধানতায়,
কোরআনের গিলাব জুড়ে জমে আছে ধুলো।
এ যেন তোমার স্মৃতিতে ধুলো জমে যাওয়ার স্বীকারোক্তি।
সবকিছু ঠিকঠাক জীবন নেই তো থেমে-
পৃথিবী দাপিয়ে বেড়ায় তোমার দেহের অংশেরা,
অথচ তুমি নেই বাবা !

আমরা জীবিতদের নিয়ে খুব ভাবি
মৃতদের নিয়ে নয়
দেখা হয় না তাই তোমাকে
স্বপ্নতেও তুমি ফিকে
তারপর ও তোমাকে ভীষণ মনে পড়ে বাবা-
ঝাপসা হয়ে আসে চোখ
কষ্টেরা গলে গলে পড়ে জল হয়ে
গুচ্ছ বর্ণে তা থেকে যায় আংশিক অপ্রকাশিত।
কারণ -
কবিতায় সব কষ্ট বলা যায় না !

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন!!!!!!

তুমি অলখে কোথায়
কেমন আছো
কত পেরেশানিতে তোমার কোল খুঁজি
একটু আশ্রয়! বটবৃক্ষের মতো
শুধু ছবি থেকেই তুমি
অপলক চেয়ে রও
যেন অশেষ স্নেহাশীষ অবিরত-!

২| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬

মো: ইমরান আল হাদী বলেছেন: অনেক অনেক ভাললাগা, অভিন্দন।

৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫

রিপি বলেছেন:
দেখা হয় না তাই তোমাকে
স্বপ্নতেও তুমি ফিকে
তারপর ও তোমাকে ভীষণ মনে পড়ে বাবা-
ঝাপসা হয়ে আসে চোখ।


কারণ -
কবিতায় সব কষ্ট বলা যায় না !
:(

যাদের বাবা এখনো বেঁচে আছে তাদের সকলের বাবা ভালো থাকুন। ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.