নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

অযাচিত দুঃখবিলাস

১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৫



-জানো শুচিস্মিতা!
দুঃখেরা ক্রমানুসারে সাজানো থাকে।
-ধুতছাই!কি বলো?
-তারাও আমাদের মত হয়ত সামাজিক,
দলবেঁধে ধেয়ে আসে
আবেগী শ্রাবণের মত নেচে গেয়ে
বানের জলে ভাসিয়ে নিয়ে যায় ছোট ছোট সুখস্মৃতি।
-তোমার মাথা পুরা গেছে!
-না আসলেই ওরা ক্রমিক অনুসারে সাজানো।
-আচ্ছা মানলাম।দুঃখেরা ক্রমানুসারে সাজানো থাকে।তাহলে বলো ওদের ক্রমটা কি?ছোট হতে বড় নাকি বড় হতে ছোট।
-অবশ্য ই বড় হতে ছোট।
-কিভাবে?
-দেখবে বড় দুঃখগুলো যখন তোমাকে কাঁদাবে,ছোট দুঃখগুলো একটার পর একটা হামাগুড়ি দিয়ে মনের দরজায় কড়া নাড়তে থাকবে।
(শুচিস্মিতা হাসে।ওর হাসি ক্রমাগত বাড়তে থাকে।ও জানে না ওর হাসির বৃদ্ধির হার আমার দুঃখবৃদ্ধির হারের সমানুপাতিক)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯

মো: ইমরান আল হাদী বলেছেন: বাহঃ ভাল লিখছেন।

২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.