নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

তোমার প্রতীক্ষায় হে বৃষ্টি

১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৭


ভালোবাসার বৃষ্টি কখনো
বর্ণহীন হতে পারে না ।
যে বৃষ্টিকে আপন ভেবে মেখে নিয়েছি দেহে,
সে আমাদের ছিল না।

যে বৃষ্টি কাঁদাতে জানে শুধু,
জানে বানের জলে ভাসাতে
জানে না মুছে নিতে গ্লানি,
জানে না ঘুমন্ত কলির বুক চিরে ফোটাতে ফুল,
জানে না সহস্র শব্দের ভিড় ঠেলে কবির লেখনীতে ফিরিয়ে নিয়ে আসতে কবিতা ।
বিশ্বাস করো,সে কখনোই আমাদের ছিল না ।
শুধু প্রতারক মরীচিকা হয়ে রয়ে গেছে আমাদের চোখে ।
আমরা আশায় বুক বেঁধে থাকি,
সে আসবে!
আর প্রার্থনা করি,'ফিরো এসো হে বৃষ্টি!
পরশ বুলিয়ে যাও,
প্রেমিকার ওষ্ঠের মত।'

চোখ মেলে দেখি,
কোনো পাখি আসেনি সুখের বর্ষার প্রতিশ্রুতি নিয়ে আজ ও!
শিশির জমে তাই চোখের কোণে;
ফোঁটায় ফোঁটায়।
অবশেষে ঘুমিয়ে পড়ি সে শিশিরের শব্দকে বৃষ্টি ভেবে,
আবহমানকাল ধরে যেভাবে ঘুমিয়ে পড়েছে আমাদের পূর্বপুরুষ ।

বন্ধু-
আমি ও যদি ঘুমিয়ে পড়ি শেষে..
যদি সেই সুসময়ের পাখিটি ফিরে আসে,
আর তার ঠোঁটে যদি থাকে সুখকর বর্ষার কথা ।
পাখিকে জানিয়ে দিও
'এ আশাহত পথিক ঘুমিয়ে গিয়েছে.
তোমার অপেক্ষায় থেকে।
সমাধিক্ষেত্রের অসুখী ধুলোময় উষ্ণতা কখনোই চায়নি সে,
চেয়েছিল আর্দ্রতা-
আর্দ্রতা অথবা ভালোবাসার খানিকটা রঙিন বৃষ্টি।'

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.