নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

সুখে থেকো মা

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৩৭

মা-
আমি না তোমার ছেলে?
তবে কেন আমায় ফেলে;
দূর আকাশের তারা হলে?
আমায় তোমার মনেই পড়ে না ?

মা-
রাত্রি যখন নিশীথ হলে;
সব ছেলেরা মায়ের কোলে-
মাথা রেখে ঘুমিয়ে গেলে;
আমায় কে ঘুম পাড়াবে?
তুমিই বলো না!!!

মা-
আমার যখন একলা লাগে,
মৃত হবার ইচ্ছা জাগে;
কে তখন হাতটা বাড়ায়-
বুকে টেনে পাশে দাঁড়ায়;
তুমিই বলো মা।

মা-
যখন জ্বরের ঘোরে প্রলাপ বকি;
তৃষ্ণা চোখে তোমায় খুঁজি,
মাথার উপর হাতটা রেখে ;
'খোকা' বলে কেউ তো দাড়ায় না ।

মা-
ক্ষুধা নিয়ে তোমায় খুঁজি,
খাবার নিয়ে এলেই বুঝি,
আধপেটা পেট এমনি থাকে,
শুধু তুমিই আসো না ।

মা-
সন্ধ্যা নামে পাড়ায় পাড়ায়-
হাস্নাহেনা গন্ধ ছড়ায়;
তবু কোনো ফুলেই তোমার
গায়ের গন্ধ মিলে না ।

মা-
এতো কেঁদে কিবা হবে?
আমায় বোঝার তুমিই ছিলে;
তুমিই যখন ভুলেই গেলে,
আমি না হয় কষ্টে রবো-
সুখেই থাকো ভালো থেকো;
যেথায় থাকো না !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৬ রাত ১১:৫৫

মুসাফির নামা বলেছেন:
ভালো লাগল।

২| ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সুখে থেকো মা।

৩| ২০ শে মে, ২০১৬ রাত ১:২৯

রিপি বলেছেন: অনেক ভালো লাগলো।

মা-
আমার যখন একলা লাগে,
মৃত হবার ইচ্ছা জাগে;
কে তখন হাতটা বাড়ায়-
বুকে টেনে পাশে দাঁড়ায়;
তুমিই বলো মা।


কবিতা পড়তে পড়তে মা এর মুখটা ভেসে উঠলো সামনে। অনেক মনে পড়ছে মা কে।

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৫৭

খায়রুল আহসান বলেছেন: মাকে নিয়ে লেখা কবিতা, ভাল লেগেছে। + +
স্রষ্টার সবচেয়ে বড় নিয়ামত- মা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.