নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

রৌদ্র নীল › বিস্তারিত পোস্টঃ

ভালো থাকার ইতিবৃত্ত

২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:১২


ভালো থাকা আজকাল
ভালো থাকার মতই বড় দায় ।
একটা শরত চেয়ে যে শহরে ,
হাজারটা পাজরফাটা চৈত্র পাওয়া যায়!

এক বরষার প্রতীক্ষায়-
কত প্রার্থনা ছিল,
সহস্র ঘর্মাক্ত রৌদ্র এসে দাঁড়িয়েছে
আমাদের জানালায় ;
অবেলার অতিথি যেন-
ফিরিয়ে দিলাম তারে ভিখেরীর মত,
এক চিলতে মেঘ দেখবো বলে ।
কই কখনো ভালো থাকা তো
আমাদের অভিধানে খুঁজে পাইনি ,
হন্যে হলাম,
ব্যবচ্ছেদে ব্যবচ্ছেদে ।
কিছু কিছু শব্দ যেন বড় অধরা
ধরা দেয় না -
আমি মেনে নিয়েছি, ব্যর্থতা তাই
কবিতায় যা লিখেছি সব মিথ্যে,
গল্পে যা লিখেছি সব শুধু ছিল
গল্পের মত,
এই বরষার শেষ রাত,
বিষন্ন তরুলতার মত প্রলম্বিত দুটি
হাত,
রুপালী আগুন ভরা আকাশ
শেষ বিকেলের ,আলোখানির,
পরশ মাখা রেশমি চুল,
নিঃসীম অন্ধকারাচ্ছন্ন
সমুদ্রের মত দুটি চোখ,
রক্তজবার মত সেই আরাধ্য
দুটি ঠোট,
অস্ট্রিচের ডিমের মত মুখাবয়ব,
সব ছিল আমার ভালো থাকা,
আমার একমাত্র আরাধনা!
মায়াবী এই শহরের ছলনায়,
আজকাল বড় মিথ্যে মনে হয় ,
তারে,অসহ্য লাগে তাহারে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২৫

অ্যাজুরিল বলেছেন: ভালো লেগেছে।

২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৪৮

ঠ্যঠা মফিজ বলেছেন: ভালো লাগল কাব্য রচনা ।

৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: লেখা ভালো হইছে। সাধু চলিতর মিশ্রণ আছে।

৪| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: সুন্দর শিরোনামে সুন্দর কবিতা, ভালো লেগেছে।
এক বরষার প্রতীক্ষায়-
কত প্রার্থনা ছিল,
সহস্র ঘর্মাক্ত রৌদ্র এসে দাঁড়িয়েছে
আমাদের জানালায়;
- চমৎকার!
তবে শেষ লাইনটাতে এসে কেমন যেন একটু হোঁচট খেলাম। ওটা ভাল লাগেনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.