নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই যে আছি ....থাকবো না তো.....সময় হলে সঙ্গে যাবার....কেউ যাবে কি? কেউ যাবে না.....কেউ যাবে না-....।আমি তো নই কারো চেনা।

রৌদ্র নীল

সকল পোস্টঃ

যে দেশে রোদ্দুর হওয়া অপরাধ

২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:৪৩

আমি তো রোদ্দুর হতে চেয়েছি,
নীল আকাশ জুড়ে যার বাড়ি-
আমি তো কাশফুলসম মেঘ হতে চেয়েছি,
অথবা শ্বেতবসনা মেঘবালিকার শাড়ি।
কে জানতো?
এ দেশে রোদ্দুর হওয়া অপরাধ
স্বপ্ন দেখায় সব সাধে বাঁধ
কে জানতো?
মেঘবালিকার গায়ে...

মন্তব্য০ টি রেটিং+০

বাতাস হওয়ার গল্প

২৫ শে মার্চ, ২০১৬ রাত ২:৩২


-এতদিন কোথায় ছিলেন?
-বাতাস হতে চেয়েছিলাম ।তাই গিয়েছিলাম বাতাসের কাছে।
-তাই বুঝি?..তা পারলেন বাতাস হতে?
-না ওদের দলে নিলো না।
- কেনো?..নিলো না কেনো?..
-একবুক দুঃখ নিয়ে বাতাস হওয়া যায় না। বাতাসের বুকে থাকে...

মন্তব্য২ টি রেটিং+০

নির্বোধিকাকে

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

নির্বোধ বালিকা-
যদি ভাবো আমাকে শূন্যতা দেখাবে ,
তবে জেনে রাখো শূন্যতায় আমার নিত্য বসবাস।
যদি ভেবে থাকো ;
প্লাবন দেখাবে ,শ্রাবণ দেখাবে,দেখাবে অশ্রুর সাগর-
জেনে রাখো তবে কপালের ঠিক নিচে দুইপাশে দুই চোখ নয়,
ধারণ...

মন্তব্য০ টি রেটিং+০

কেউ কখনো

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

এই যে শহর,
নিয়ন আলোয়;
মিশে গেছে ,
রাতের কালোয় ।
ঘুম জড়ানো
ঘুমপরী আজ,
ভুলে গেছে
তাহার লাজ।
খাচ্ছে চুমো
টাকার ঠোঁটে,
সফল চোখেই
ঘুম যে জোটে।
লিখছি তবু
কাব্য অলস,
দুঃখস্নাত
কালের কলস!
কেউ কি ছিল
ভালোবেসে?
হাত বাড়িয়ে
বুকের পাশে ।
কেউ ছিল...

মন্তব্য০ টি রেটিং+০

প্রতীক্ষা

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩১


তোমার অপেক্ষায় আর কতকাল থাকবো
সীমন্তিনী??
পলাশের বনে কত শতাব্দী বয়ে যায়,
কত জোছনা বিষ্ন্ন হয়,
কত শেষ বিকেলের রোদের বাধ ভাঙে,
শুধু তোমার দেখা মিলে না,
এখানে এইখানে।
জীবন তোরণে দাড়িয়ে থাকে ,
অপরের বারঙ্গনা,অপরের প্রেয়সীর দল,
বুক...

মন্তব্য০ টি রেটিং+০

শূন্যতা তোমাকে

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৭

শূন্যতা তোমার কোনো রঙ নেই কেন?
কেন তুমি বর্ণহীন?
কি বিচিত্র কি মলিনতা তোমার!
কি অপরিসীম ব্যথা তোমার গায়ে,
এক পৃথিবী ভার তোমার শরীরে ??
যে বহন করেছে তোমাকে সে জানে,
সে পথিক জানে।

বর্ণীল হও শূন্যতা!...

মন্তব্য৪ টি রেটিং+১

মেঘের শহর

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৮


এই যে শহর কত্ত মেঘের
কেউ কি ভাসতে জানে?
আমার মতন -
দুঃখের ভেলায়!
কেউ কি আবার ঝরতে জানে?
নীলরঙা এক বৃষ্টি হয়ে-
দুঃখের বোঝা মাথায় নিয়ে?
কারো চোখের কাজল মুছে!
আমার মতন -
আমার মতন-
হড়কে গিয়ে পড়তে...

মন্তব্য০ টি রেটিং+০

সুরঞ্জনা

০২ রা মার্চ, ২০১৬ দুপুর ১:০৭


সুরঞ্জনা
খুঁজবে বলে তাই চাই হারিয়ে যেতে,
কাঁদবে জানি তাই দিই ব্যথা!!!
কে কবে কারে খুঁজেছিলো?
হারিয়ে গেলে-
কে কবে রেখেছিলো কথা???

ভালোবাসো জানি তাই বলি ঘৃণা করি,
ছেড়ে দিই ,জানি শক্ত মুঠিতে-
ধরবে আবার হাত!
ভুলে যাবে...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.