নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন খোর

স্বপ্ন খোর › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক আন্দোলনের যৌক্তিকতা

১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:১৩

কথিত আছে "একটি জাতিকে ধ্বংস করতে চাইলে তার শীর্ষ বিদ্যাপীঠ গুলো ধ্বংস কর। " আজ বিদ্যাপীঠ গুলোর সংখ্যা বৃদ্ধি ঘটলেও তাদের শীর্ণতা দিন দিন প্রকট হচ্ছে।...... শীর্ষ বিদ্যাপীঠ বলতে আজকের দিনে আমরা বিশ্ববিদ্যালয় গুলোকে বুঝি। একটি জাতির বা সভ্যতার সত্যিকারের উৎকর্ষতা বা জীবনী শক্তি নিহিত থাকে তার সৃজনশীলতায়। যা চর্চার পীঠস্থান হচ্ছে বিশ্ববিদ্যালয় গুলো। আর তাই বিশ্ববিদ্যালয়ের স্থান সকল কিছুর উর্ধ্বে এবং সেই সুত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককূল জাতির বিবেক হিসেবে পরিগণিত হন। তাহলে কেন সেই বিবেকরা আজ ধর্মঘটে নেমেছেন? তাহলে কি এই রাষ্ট্র আজ বিবেকহীন হয়ে গেছে, নাকি তারাই বিবেক হারিয়ে ফেলেছেন? আসলে আমারা সকলেই বিবেক নামক অদৃশ্য বস্তুটিকে কবর দিয়েছি জাগতিক চাহিদার কাছে। সরকার কেন এতবড় ধৃষ্টতা দেখাতে পারল? কারন তারা জানে জাতির এই বিবেকরা নিজেদের ফায়দা হাসিলের জন্য তাদের পা চাটতে দ্বিধাবোদ্ব করেনা। তারা আজ বিভিন্ন পন্থা ও দলে বিভক্ত। আমি দেশের দ্বিতীয় বৃহত্তম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমি দেখেছি শিক্ষকদের নির্লজ্জ দলাদলি, আমি দেখেছি অযোগ্য রাজনৈতিক দলের ক্যাডারদের শিক্ষক হতে। কৈ তাদের সাথে এক কাতারে থাকতে ত আমাদের প্রবল আত্নসম্মান সম্পন্ন শিক্ষকদের মর্যাদাহানী হয় না? ভি সি হবার লোভে যখন পাতি নেতাদের তেলচর্চা করেন তখন উনাদের মর্যাদা কোথায় যায়? কতজন শিক্ষক বুকে হাত দিয়ে বলতে পারবেন যে উনারা যথাযথ ভাবে পাঠদান করছেন? কতজন শিক্ষকের গবেষণা আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়? এবারে আসি ছাত্রছাত্রীদের সাথে সম্পর্কের ক্ষেত্রে, আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ১৯৬৯ সালের অভ্যুত্থানের সময় উত্তেজিত ছাত্রদের সামনে রাইফেল হাতে দন্ডায়মান পাক আর্মি অফিসারকে বলেছিলেন, "your bullet will preach at first my heart before any of my student ". এবং উনি উনার কথা রেখে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী হবার গৌরব অর্জন করেন। আর এখন একজন নিরপরাধ ছাত্র পুলিশ কর্তৃক হেনেস্তার শিকার হলেও উনাদের কথা হচ্ছে "আমার কিছু করার নেই, I am busy now "। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের TSCC বা ছাত্রসংসদ বন্ধ, এসব নিয়ে শিক্ষার্থীরা অনেক আন্দোলন করেছে, ক্যাডারদের দ্বারা নির্যাতিত হয়েছে, কই উনাদের ত দেখিনি দায়িত্বশীল কোন আচরণ করতে? আজ শিক্ষক ও শিক্ষার্থীরা বাস করে ভিন্ন মেরুতে। ...............

কোন সরকারকেই আমি গালি দিইনা বা প্রশ্ন তুলি না, কারন তারা কোন টারই যোগ্য নয়। শাসকগোষ্ঠীর কাজই হচ্ছে শাসিতের দূর্বলতাকে পুজি করে ফায়দা হাসিল করা। এই সরকারও কৃতিত্বের সাথে সেই পরিচয় দিয়ে এসেছে এবং ভবিষ্যতেও আরও দিবে বলে আশা করি।...............

আমরা হেসেখেলে ডিজিটাল দেশ গড়ার স্বপ্নে বিভোর হয়ে দিন পার করছি, কিন্তু এটা বুঝছি না যে আমরা ডিজিটাল দাসে পরিণিত হচ্ছি। বিশ্ববিদ্যালয় গুলোতে যদি সৃজনশীল শিক্ষার যথাযথ পরিবেশ না থাকে, তবে কিভাবে আমাদের মাঝে জগদীশ বসু, স্যার এফ রহমানরা গড়ে উঠবে? অমর্যাদা শুধু বেতন কাঠামো তে নয়, আরও অনেক কিছুতেই হয়। শিক্ষকদের অমর্যাদা মানে শিক্ষার্থীদেরও। শিক্ষক শিক্ষার্থীর
সম্মিলিত আন্দোলন কে দমন করে এমন শক্তি আজও বাংলার বুকে গড়ে ওঠে নি।...........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.