নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুবাইয়াৎ তন্ময়

রুবাইয়াৎ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

ইনসমনিয়া ও অন্যান্য

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:০৩

হতাশা আঁকড়ে ধরলে মানুষের মনের মধ্যে একটা ঘর তৈরি হয়।সেই ঘরে অন্য কেউ যেতে পারেনা।মানুষটা নিজে মাঝে মধ্যে ঘরটায় ঘুরে আসে।বিষণ্ণ থাকে,মন খারাপ করে।আবার বের হয়ে কাজে মন দেয়।বাঁচতে তো হবে।কিন্তু একটা সময় সে ঘরটা থেকে বের হবার রাস্তা হারিয়ে ফেলে।সেই হতাশার ভার তাকে নিয়ে যায় জীবনের শেষ বিন্দুতে,খুব সম্ভব ঐ মুহূর্তটায় আত্মহত্যার সিদ্ধান্তটা নেয়।খুব অসহায় মানুষ,খুব অসহায়।

পুনশ্চ-ডিইউ এর এক শিক্ষার্থী শুনলাম আত্মহত্যা করেছে।কলেজ ভার্সিটির কেউ আত্মহত্যা করলে আমার আগ্রহ নিয়ে কারণটা জানতে ইচ্ছে করে।ইচ্ছে করে যদি কথা বলতে পারতাম তাদের সাথে।এটা কেন হয় জানিনা।এটা কি আমার নিজের ভেতর ও এরকম গড়ে ওঠা কোন ঘরের সাথে মিলিয়ে নেয়ার কৌতূহল??

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:১৮

আরণ্যক রাখাল বলেছেন: আজব

১৮ ই মার্চ, ২০১৫ রাত ১:২৫

রুবাইয়াৎ তন্ময় বলেছেন: মানুষ মাত্রই আজবরে ভাই

২| ১৮ ই মার্চ, ২০১৫ রাত ৩:২১

অন্যসময় ঢাবি বলেছেন: ইনসমনিয়া ও অন্যান্য - নামটা একেবারে উড়ো উড়ো দাদা।
আপনি আতি দ্রুত অপন্যাস বা উত্তরআধুনিক কবিতা লিখা শুরু করে দিতে পারেন ।

৩| ১৮ ই মার্চ, ২০১৫ সকাল ৮:০৫

জাফরুল মবীন বলেছেন: অামি যেহেতু মানসিক রোগ নিয়ে লেখালেখি করি তাই আপনার কথাগুলো বেশ তাৎপর্যপূর্ণ মনে হলো।

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

শুভকামনা জানবেন।

১৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৩

রুবাইয়াৎ তন্ময় বলেছেন: ধন্যবাদ আপনাকে।মানসিক ব্যধির নীরব ঘাতকতা আসলেই ভয়াবহ রুপে দেখা যাচ্ছে এখন।তাই কথাগুলো মনে হল আরকি।

আপনার লেখালেখির জন্য ও শুভকামনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.