নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রুবাইয়াৎ তন্ময়

রুবাইয়াৎ তন্ময় › বিস্তারিত পোস্টঃ

নামহীন অণুগল্প ২

২৭ শে মার্চ, ২০১৫ রাত ৯:৩৬

মেয়েটি খুব আগ্রহ নিয়ে কদম ফুলগুলোর দিকে তাকিয়ে আছে।আগে কদম ফুল ধরে দেখেনি।কাল সারারাত বৃষ্টি হয়েছিল।কদমের গায়ে বৃষ্টির পানি লেগে আছে।ছেলেটা তাজা কদম জোগাড় করে এনেছে সকাল সকাল।

অনেক খুঁজে কদমফুলগুলো আনতে হয়েছে ছেলেটার।অদ্ভুত মেয়ে।বেছে বেছে কিনা এই ফুলটাই ওর প্রিয় হতে হল।সেই বসন্তে ওদের দেখা করার কথা।কথাচ্ছলে যখন জিজ্ঞেস করল তোমার প্রিয় ফুল কি?ও হুট করে বলে উঠলো,"কদম।কিন্তু জানো?এই ফুলটা আমি কখনো ছুঁয়ে দেখিনি।"তারপর আর দেখা করা হয়নি।হোক কিছুটা দেরী।তাও মেয়েটার প্রিয়ফুল নিয়ে দেখা করতে তো পারা যাবে।বাদল দিনের প্রথম কদমফুল দেয়ার মাঝে যে লুকিয়ে আছে কত নির্ঘুম রাতের অনুভূতি।

ঝুম বৃষ্টির মাঝে ফুলগুলো জোগাড় করতে বেশ ঝামেলায় পড়তে হয়েছে ছেলেটার।কিছুটা যে রাগ লাগেনি তাও না।তবে এখন তার চোখ মুখে সেসবের কোন চিহ্ন নেই।বরং নিজেকে অনেক বেশি সুখী মানুষ মনে হচ্ছে।ওর সামনে পাঁচটা গল্পের বই।হুমায়ূন আহমেদের।

মেয়েটার কিছুটা কষ্ট হয়েছিল বইগুলো কিনতে।মাসের হিসেব করা টাকা।তবু কয়েকমাসের জমানো টাকা দিয়ে কিনেছে।ছেলেটা বেশ আগ্রহ করে একদিন বলেছিল,"আমার চলার মত যথেষ্ট টাকা হলে আমি হুমায়ূন আহমেদের সব বই কিনে ফেলতাম।এত গল্পের বই কেনাটা এখন আমার জন্য বিলাসিতার পর্যায়ে পড়ে যায়।"মেয়েটার খুব মায়া লেগেছিল সেদিন।মেয়েদের জন্মই হয় মায়া লাগার জন্য।তাই বইগুলো কিনে ফেলেছে।বইয়ের অক্ষরে লুকানো আছে কত শত না বলা অনুভূতি।

উপহার পর্ব শেষ।ওরা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছে।চোখের ভাষার বর্ণমালা আমার জানা নেই।চোখের ভাষা সবার বুঝতে হয়না।গল্পে লিখতে হয়না।ওরা আশ্রয় খুঁজুক এখন।একে অপরের চোখে ভালোবাসার গভীর আশ্রয়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.