| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

মরন ফাদে বাজবে সবই
থাকবে না আর কেহ।
দিবানিশি কখন যেন
পরে যাবে দেহ।
ধনি গরিব আলিম আবিদ
সবাই একই পথে।
এই ভূবনে বাস করিয়া
চলে নিযের মতে।
টাকা পয়সা বারি ঘারি
থাকবে কত ক্ষন।
কিনিয়ে তুই পারি দিবি
ভেবে দেখ মন।
দাফন দিতে ব্যস্ত সবাই
কান্না কাটির সূর।
অজানা পথ পাড়ি দিবে
অগনিত দূর।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:২৫
মোঃ শাওন কীপা বলেছেন: প্রত্যেককেই মৃত্যুবরন করতে হবে। তাই আমাদের উচিৎ মরনকে স্মরন করা!