নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজেদুল চৌধুরী রুবেল

মা মাটি ও দেশের মমতা ত্যাগ করে অনেক আগেই বেছে নিয়েছি প্রবাস জীবনকে। ইউনিভার্সিটি পাস করেও যখন কোন চাকরি জুঠেনি তখন আর কি করা! টুক টাক লেখা-লেখির অভ্যেস ছিল সেই অনেক আগে থেকেই। অভিমান করে লিখিনি অনেক দিন। প্রবাসি কমিউনিটির বিভিন্ন সমস্য আবারো তাড়িত করল কিছু লিখতে। শুরু করলাম নতুন ভাবে। বন্দুদের পরামরশে আজ আবার ব্লগে।

সাজেদুল চৌধুরী রুবেল › বিস্তারিত পোস্টঃ

গাধাটার বিচার আমি চাইনা

০৮ ই মার্চ, ২০১৮ রাত ১:৫৯

যার লেখায় সোনা ফলে
আকাশ ফাটিয়ে যিনি রচনা করেন মেঘ-বর্ষণের
যিনি আলোর কথা বলেন, আর বলেই শুধু ক্ষান্ত নন
আলো ফুটাতে চান জনে জনে, ক্ষণে ক্ষণে প্রতিনিয়ত
শ্যাম বাংলার আকাশে তিনি এক ধ্রুবতারা।
সমসাময়িক এক শিক্ষাবিধ সম্রাট।
তাঁর উপরে আঘাত?
কী দুর্ভাগা জাতি আমরা----!
তাঁর রচিত গান কিংবা আদর্শের কবিতা
সমভাবে সর্বজন সমাদৃত হবে
তা ভাবার অবকাশ রয়েছে কি আদৌ?
শুধুমাত্র আদর্শিক ভিন্নতার জন্য
তাঁর উপর যে নগ্নতার খড়গ উঠেছে
তাতো কেবল তাঁকেই মেরে ফেলার অপচেষ্টা নয়
বরং সত্য সুন্দর তথা প্রগতিকেই
নির্বাসনে পাঠানোরএক উচ্চভিলাশ।
স্বীয় প্রানের মায়া ত্যগ করে
যে নিজেকে বানাতে চেয়েছিলো হিরো
আমি ওই গাধাটার বিচার চাইনা
ওতো স্রেফ মামুলি, ফরমায়েশি, কাওয়মি এক বদমাশ মাত্র
নিরাপত্তা বলয়ের ছেদ ভেদ করে
যাদের নির্লিপ্ততায় নাকের ডগায়
এ সর্বনাশী কাজ করতে সক্ষম হয়েছে
আমি শুধু তাদের বিচার চাই, চরম বিচার......
০৫/০৩/১৮

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ৮:৪৩

নতুন নকিব বলেছেন:



প্লিজ, বুঝতে পারছি না। আপনি কার কথা বলতে চেয়েছেন, যদি একটু ক্লিয়ার করতেন।

ধন্যবাদ।

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৭

সাজেদুল চৌধুরী রুবেল বলেছেন: ভাই নতুন নকিব কবিতাতে তো একতু অস্পষ্টতা থাকেই। বুঝে নিতে হয়। সাম্প্রতিক ঘটনাবলী পর্যবেক্ষণ করলেই পেয়ে যাবেন। তারপরও আপনার বুঝার সুবিধার্থে বললাম, এটি মুলত আমাদের শ্রদ্ধেয় মুহম্মদ জাফর ইকবাল সাহেব আক্রান্ত হয়ার প্রেক্ষাপটেই রচিত। অনেক ধন্যবাদ কষ্ট করে আমার পোস্ট টি পড়া ও মন্তব্য করার জন্য।

২| ০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: কোন গাধা?

০৮ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৪১

সাজেদুল চৌধুরী রুবেল বলেছেন: যে লোক নিজের জীবন বাজি রেখে অন্যকে মারতে চায় সে তো গাধার দলেই পড়ে। মুহম্মদ জাফর ইকবালকে যে ছুরিকাঘাত করেছে তাঁকে আমি গাধা ব্যতিত অন্য কিছু ভাবতে পারিনা।

৩| ০৮ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৩৯

নতুন নকিব বলেছেন:



ধন্যবাদ, বুঝিয়ে বলায়।

৪| ০৮ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২০

পদাতিক চৌধুরি বলেছেন: ধন্যবাদ,স্যার। বর্তমান যুগে চুূড়ান্ত অসহিষ্ঞুতার প্রেক্ষাপটে অত্যন্ত সুন্দর কবিতা।
অনন্ত শুভেচ্ছা রইল।

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:০৯

সাজেদুল চৌধুরী রুবেল বলেছেন: মি পদাতিক আপোণাকেওঅনেক ধন্যবাদ কষ্ট করে লেখাটা পড়ার জন্য এবং সুন্দর মন্তব্যের জন্য। খুব ভাল থাকেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.