নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজেদুল চৌধুরী রুবেল

মা মাটি ও দেশের মমতা ত্যাগ করে অনেক আগেই বেছে নিয়েছি প্রবাস জীবনকে। ইউনিভার্সিটি পাস করেও যখন কোন চাকরি জুঠেনি তখন আর কি করা! টুক টাক লেখা-লেখির অভ্যেস ছিল সেই অনেক আগে থেকেই। অভিমান করে লিখিনি অনেক দিন। প্রবাসি কমিউনিটির বিভিন্ন সমস্য আবারো তাড়িত করল কিছু লিখতে। শুরু করলাম নতুন ভাবে। বন্দুদের পরামরশে আজ আবার ব্লগে।

সাজেদুল চৌধুরী রুবেল › বিস্তারিত পোস্টঃ

খাঁটি শিক্ষা চাই

০৯ ই মার্চ, ২০১৮ রাত ১২:১৬


শিক্ষা জাতির মেরুদণ্ড
জানি যে সবাই
এ শিক্ষাকে গিলে খেতে
লাগছে পিছু কসাই

কসাই বাবু মুচকি হাসে
প্রশ্ন ফাঁস করে
কি-বা আসে যায় তার
যদি জাতি মরে

লাখ টাকার বাণিজ্য
সহজে কি যায় ছাড়া
পেটে শিন্নি, মুখে কুলপ
বাঁধ সাধে আর কারা

সমীকরণটা বেশ সহজ
বুঝারতো নয় কষ্ট
দেশটাকে চায় পঙ্গু করতে
জাতিটাকে নষ্ট

প্রধানমন্ত্রী তবু বলেন
মন্ত্রীর নেই দায়
এমম কথা শুনে মানুষ
আড় চোখেতে চায়

মেয়ে যখন পালিয়ে যায়
বাপ মা কি দেয় বলে
তাদের উপরেই কেন তবু
সমাজ আঙ্গুল তুলে?

মন্ত্রীর সাফাই গেয়ে প্রধান
নিজেকে করলেন ছোট
গনমানুষের মনের কথা
হয়নি যে পরিস্ফুট

সোনার বাংলা গড়তে হলে
সোনার ছেলে চাই
সেই ছেলেদের পেতে হলে
খাঁটি শিক্ষার যে বিকল্প নাই।
০৪/০৩/২০১৮

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৮

রাজীব নুর বলেছেন: খাটি মানুষ নাই, তাই খাটি শিক্ষাও নাই।

২৪ শে মার্চ, ২০১৮ রাত ২:০১

সাজেদুল চৌধুরী রুবেল বলেছেন: ঠিকই বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.