![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মা মাটি ও দেশের মমতা ত্যাগ করে অনেক আগেই বেছে নিয়েছি প্রবাস জীবনকে। ইউনিভার্সিটি পাস করেও যখন কোন চাকরি জুঠেনি তখন আর কি করা! টুক টাক লেখা-লেখির অভ্যেস ছিল সেই অনেক আগে থেকেই। অভিমান করে লিখিনি অনেক দিন। প্রবাসি কমিউনিটির বিভিন্ন সমস্য আবারো তাড়িত করল কিছু লিখতে। শুরু করলাম নতুন ভাবে। বন্দুদের পরামরশে আজ আবার ব্লগে।
তোমাদের কাউকে আমি নসিহত করিনা
করবো ও না
আমি আমাকেই করি নসিহত
জানাই ধিক্কার
গাদা গাদা বই পড়েছি, মুখস্ত করেছি লাইনের পর লাইন
আত্মস্থ করেছি এরিস্টটল, প্লেটো, সক্রেটিস
অর্জন করেছি ডিগ্রী
জীবনের এ পর্যায়ে এসে মনে হয়
অযতাই যেন সব
শুভংকরের ফাঁকির উপর দাঁড়িয়ে থেকে
মিথ্যে বড়াই করে চলেছি সারাটি জীবন
সত্যিকারের মানুষ কি আমি হতে পেরেছি?
ধিক, শত ধিক আমাকেই আমি
২৩/০৩/২০১৮
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৩৬
সাজেদুল চৌধুরী রুবেল বলেছেন: একেবারেই কাজে যে লাগেনা তা নয়, কাজে তো লাগেই। এই যে লিখলাম এটাও তো মুলত দুটো অক্ষর শিখতে পেরেছি বলেই। শুদ্ধ মানুষ হওয়া আর জীবনের চলার পথের পাথেয় হিসেবে বেছে নেয়া কি এক? আমি শুধু এই ম্যসেজটাই দিতে চাচ্ছি, আমরা আজকাল শিক্ষিত হচ্ছি, অনেক বড়ো শিক্ষিত, চাকরি করছি অনেক বড়ো কিন্তু প্রকৃত অর্থে ভালো মানুষ হতে পারছিনা। যদি হতেই পারতাম, তাহলে সমাজে এতো পচনদশা দেখা দিতনা
২| ২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫৯
সম্রাট ইজ বেস্ট বলেছেন: হতাশাগ্রস্ত? কারণ কী?
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪১
সাজেদুল চৌধুরী রুবেল বলেছেন: আমি কখনো হতাশাবাদীদের দলে ছিলামনা, এখনো নেই। তবে মনুষ্যতের, মানবতার গান গাইতে পারিনা বলে মাঝে মাঝে বুকটা হাহাকার করে উঠে
৩| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:০৮
সৈয়দ তাজুল বলেছেন:
আমরা চাকরির জন্য বিদ্যার্জন করছি!
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪২
সাজেদুল চৌধুরী রুবেল বলেছেন: হয়তবা
৪| ২৩ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:৫৫
রাজীব নুর বলেছেন: সুন্দর।
২৩ শে মার্চ, ২০১৮ রাত ৯:৪৪
সাজেদুল চৌধুরী রুবেল বলেছেন: ধন্যবাদ মি নুর
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৮ সকাল ১১:৫২
নীল মনি বলেছেন: সত্যিই কি সব অযথা!জ্ঞান কোন না কোন ভাবে জীবনে কাজে লাগে।