নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাজেদুল চৌধুরী রুবেল

মা মাটি ও দেশের মমতা ত্যাগ করে অনেক আগেই বেছে নিয়েছি প্রবাস জীবনকে। ইউনিভার্সিটি পাস করেও যখন কোন চাকরি জুঠেনি তখন আর কি করা! টুক টাক লেখা-লেখির অভ্যেস ছিল সেই অনেক আগে থেকেই। অভিমান করে লিখিনি অনেক দিন। প্রবাসি কমিউনিটির বিভিন্ন সমস্য আবারো তাড়িত করল কিছু লিখতে। শুরু করলাম নতুন ভাবে। বন্দুদের পরামরশে আজ আবার ব্লগে।

সাজেদুল চৌধুরী রুবেল › বিস্তারিত পোস্টঃ

আরাধনা

২৫ শে মার্চ, ২০১৮ রাত ৮:৪৪

কবিতার বাগানে ফুল ফুটানোর কোন মুরোদই আমার নেই
তবু আমার কবি হওয়া চাই, অনেক বড়ো কবি
রবীন্দ্র নজরুলকেও যেনো ছাড়িয়ে
আকাশ ছুঁয়ে যেতে চাই

নেতৃত্বের উর্বর মাটিতে ফসল ফলানোর কোন যোগ্যতাই আমার নেই
তবু আমার নেতা হওয়া চাই, অনেক বড়ো নেতা
মুজিব ম্যাণ্ডেলাকেও যেনো ছাড়িয়ে
হিমালয় জয় করে যেতে চাই

লেখালেখির উঠোনে শিল্পের আবাদ করার কোন শৈল্পিক সত্ত্বাই আমার নেই
তবু আমার লেখক হওয়া চাই, অনেক বড়ো লেখক
শরৎ হুমায়ূনকেও যেনো ছাড়িয়ে
ধুমকেতুর মতো নিজের আবির্ভাব ঘটাতে চাই

গানের ভুবনে সুরের ঝংকার তুলার মতো কোন কুকিল কণ্ঠই আমার নেই
তবু আমার গায়ক হওয়া চাই, অনেক বড়ো গায়ক
বিশ্বখ্যাত সব শিল্পীকেও যেনো ছাড়িয়ে
পুরো বিশ্বভ্রম্মাণ্ডে আমি কেবল আমাকেই ছড়িয়ে দিতে চাই

আমি চাই, আমি আরও অনেক কিছুই চাই......

বধির আমি
অন্ধ আমি
অবুঝ আমি
আমি কেবল শুদ্ধ মানুষ হতে চাইনা

হে প্রভু
আমাকে আপাদমস্তক শুদ্ধ মানুষ হওয়ার মতো
শক্তি প্রদান কর

২৫/০৩/২০১৮

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ৯:৫৪

নাঈম মুছা বলেছেন: 'হে প্রভু
আমাকে আপাদমস্তক শুদ্ধ মানুষ হওয়ার মতো
শক্তি প্রদান কর'

আমিন।

২| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:১২

রাজীব নুর বলেছেন: গুড। ভেরি গুড।
সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার, পাইলট হতে চায়। কেউ শুদ্ধ মানুষ হতে চায় না। আপনি চেয়েছেন। অনেক ধন্যবাদ।

৩| ২৫ শে মার্চ, ২০১৮ রাত ১০:৫২

বিএম বরকতউল্লাহ বলেছেন: এই আরাধনা কবুল না করে থাকবে কেমন করে।
ভাল লাগল। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.